Mir Mosharraf Hossain Memorial Center মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র


 Mir Mosharraf Hossain Memorial Center মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র


মীর মশাররফ হোসেন ১৯৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্ঠিয়ার লাহীনি পাড়ায় নানা বাড়ীতে জন্মগ্রহন করেন মীর মশাররফ হোসেনের দাদা মীর ইব্রাহীমের পৈতৃক নিবাস নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে। তিনি ছিলেন নবাব পরিবারের সন্তান। জীবনের অধিকাংশ সময় নবাব স্টেটে চাকুরী করে পার করেন। এর মধ্যে ১৮৮৫ তে টাঙ্গাইলের দেলদুয়ার এষ্টেটের ম্যানেজার হয়ে দেলদুয়ার গমন করেন। পরবর্তীতে আবার পদমদীতে প্রর্ত্যাবর্তন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো বসন্ত কুমারী, রন্তাবতী, গাজী মিয়ার বস্তানী, উদাসীন পথিকের মনের কথা জমিদার দর্পন, বিষাদ সিন্ধু প্রভৃতি। বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেন স্মৃতি বিজরিত পৈত্রিক নিবাস পদমদীতে তার সমাধিকে ঘিরে ১৯৯৯সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মান করা হয়। বর্তমানে এটি বাংলা একাডেমীর ব্যবস্থাপনায় রয়েছে।

কিভাবে যাওয়া যায়:
ঢাকা হতেঃ ঢাকা হতে (গাবতলী বাস টার্মিনাল) সড়কপথে এসি অথবা নন এসি বাসে যাতায়াত করা যায়। ঢাকা হতে রাজবাড়ীর দূরত্ব ১২০ কিঃমিঃ। গাবতলী বাস টার্মিনাল হতে রাবেয়া পরিবহন, রোজিনা পরিবহন, লালন পরিবহন, সোহার্দ্য পরিবহন এর মাধ্যমে রাজবাড়ী হয়ে কুষ্টিয়ার কুমারখালী পর্যন্ত যাতায়াত করা যায়। রাজবাড়ী পর্যন্ত এসি বাসের ভাড়া ৫০০/- টাকা এবং নন-এসি বাসের ভাড়া ২৫০/- টাকা।
 
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শহর থেকে ইজিবাইক অথবা স্কুটার যোগে নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post