Shah Palawan's shrine, Shakra village শাহ পালোয়ানের মাজার, শেকাড়া গ্রাম

Shah Palawan's shrine, Shakra village শাহ পালোয়ানের মাজার, শেকাড়া গ্রাম

ষোড়শ শতকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে সুদুর বাগদাদ থেকে জবরদস্ত পীর শাহ পাহলোয়ান আগমন করেন। বালিয়াকান্দি থানার চন্দনা নদীর তীরে সেকাড়ায় বাসস্থান নির্মান করেন। তাপস প্রবরের প্রভাবে এতদঞ্চলে ইসলাম ধর্মের প্রচার বৃদ্ধি পায়। তিনি পীর খান জাহান আলীর উত্তরসূরী ছিলেন। সেকাড়া গ্রামে তার কবর বিদ্যমান। শাহ পাহলোয়ান ফানকি শায়েক স্তরের ছিলেন, তিনি তার পীরের সম্মানে তার কবর পূর্ব-পশ্চিম লম্বল্মাবা দিতে বলেছিলেন।

কিভাবে যাওয়া যায়:
বহরপুর বাজারে নেমে অটোরিক্সা অথবা ভ্যান গাড়ীতে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post