Driving License Written Test Questions And Answers | ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

Driving License Written Test Questions And Answers | ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর

 

Driving License Written Test Questions And Answers | ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

৩৭. প্রশ্ন : লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি থাকলে কী বুঝায় ?

উত্তর : বড় বাস প্রবেশ নিষেধ

 

৩৮. প্রশ্ন : লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?

উত্তর : পথচারী পারাপার নিষেধ

 

৩৯. প্রশ্ন : লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?

উত্তর : সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে

 

৪০. প্রশ্ন : লাল বৃত্তের ভিতর একটি লাল একটি কালো গাড়ি থাকলে কী বুঝায় ?

উত্তর : ওভারটেকিং নিষেধ

 

৪১. প্রশ্ন : আয়তক্ষেত্রেলেখা থাকলে কী বুঝায় ?

উত্তর : পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান

 

৪২. প্রশ্ন : কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ ?

উত্তর : নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানসমূহের চতুর্দিকে ১০০ মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসাবে চিহ্নিত

 

৪৩. প্রশ্ন : কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ ?

উত্তর :

. ওয়ারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে,

. জাংশনে,

. ব্রিজ/কালভার্ট তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব,

. সরু রাস্তায়,

. হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়

 

৪৪. প্রশ্ন : কোন কোন স্থানে গাড়ি পার্ক করা নিষেধ ?

উত্তর : . যেখানে পার্কিং নিষেধ বোর্ড  আছে এমন স্থানে,

. জাংশনে,

. ব্রিজ/কালভার্টের ওপর,

. সরু রাস্তায়,        

. হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়,

. পাহাড়ের ঢালে ঢালু রাস্তায়, ফুটপাত, পথচারী পারাপার এবং তার আশেপাশে,

. বাস স্টপেজ তার আশেপাশে এবং

. রেলক্রসিং তার আশেপাশে

 

৪৫. প্রশ্ন : গাড়ি রাস্তার কোনপাশ দিয়ে চলাচল করবে ?

উত্তর : গাড়ি রাস্তার বামপাশ দিয়ে চলাচল করবে যে-রাস্তায় একাধিক লেন থাকবে সেখানে বামপাশের লেনে ধীর গতির গাড়ি, আর ডানপাশের লেনে দ্রুত গাতির গাড়ি চলাচল করবে

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর,

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf,

ড্রাইভিং লাইসেন্স ব্যবহারিক পরীক্ষা,

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি,

ড্রাইভার নিয়োগ পরীক্ষার প্রশ্ন,

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স,

ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন,

বিআরটিএ mcq প্রশ্ন, 

Previous Page                                                                                                                             Next Page                                   

 

Post a Comment

Previous Post Next Post