Driving License Written Test Questions And Answers | ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

Driving License Written Test Questions And Answers | ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর

 

Driving License Written Test Questions And Answers | ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

২৮. প্রশ্ন : ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার কী কী ?

উত্তর : (তিন) প্রকার যেমন- . বাহুর সংকেত, . আলোর সংকেত . শব্দ সংকেত

 

২৯. প্রশ্ন :  ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রম (ংবয়ঁবহপব) গুলি কী কী ?

উত্তর : লাল-সবুজ-হলুদ এবং পুনরায় লাল

 

৩০. প্রশ্ন : লাল, সবুজ হলুদ বাতি কী নির্দেশনা প্রদশন করে ?

উত্তর : লালবাতি জ্বললে গাড়িকেথামুনলাইনএর পেছনে থামায়ে অপেক্ষা করতে হবে, সুবজবাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদবাতি জ্বললে গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে

 

৩১. প্রশ্নঃ নিরাপদ দূরত্ব বলতে কী বুঝায়?

উত্তরঃ সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়িকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হয় সেই পরিমাণ নিরাপদ দূরত্ব বলে

 

৩২. প্রশ্ন : পাকা ভালো রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে?

উত্তর : ২৫ মিটার

 

৩৩. প্রশ্ন : পাকা ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে ?

উত্তর : ৫০ গজ বা ১৫০ ফুট

 

৩৪. প্রশ্ন : লাল বৃত্তে ৫০ কি.মি. লেখা থাকলে কী বুঝায় ?

উত্তর : গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কি.মি. অর্থাৎ ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না

 

৩৫. প্রশ্ন : নীল বৃত্তে ঘণ্টায় ৫০ কি.মি. লেখা থাকলে কী বুঝায় ?

উত্তর : সর্বনিম্ন গতিসীমা ঘণ্টায় ৫০ কি.মি. অর্থাৎ ঘণ্টায় ৫০ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালানো যাবে না

 

৩৬. প্রশ্ন : লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কী বুঝায় ?

উত্তর : হর্ন বাজানো নিষেধ

 

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর,

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf,

ড্রাইভিং লাইসেন্স ব্যবহারিক পরীক্ষা,

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি,

ড্রাইভার নিয়োগ পরীক্ষার প্রশ্ন,

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স,

ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন,

বিআরটিএ mcq প্রশ্ন,

Previous                                                                                                                                      Next Page

Post a Comment

Previous Post Next Post