Driving License Written Test Questions And Answers | ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

 Driving License Written Test Questions And Answers | ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর

 

Driving License Written Test Questions And Answers | ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

৪৬. প্রশ্ন : কখন বামদিক দিয়ে ওভারটেক করা যায় ?

উত্তর : যখন সামনের গাড়ি চালক ডানদিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই পেছনের গাড়ির চালক বামদিক দিয়ে ওভারটেক করবেন

 

৪৭. প্রশ্ন : চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় কী কী বিষয় লক্ষ্য রাখা উচিত ?

 

উত্তরঃ

() সামনের গাড়ির গতি (স্পিড) গতিবিধি,

() সামনের গাড়ি থামার সংকেত দিচ্ছে কি না, 

() সামনের গাড়ি ডানে/বামে ঘুরার সংকেত দিচ্ছে কি না,

() সামনের গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কি না

 

৪৮. প্রশ্ন : রাস্তারপাশে সতর্কতামূলক ‘‘স্কুল/শিশুসাইন বোর্ড থাকলে চালকের করণীয় কী ?

উত্তরঃ () গাড়ির গতি কমিয়ে রাস্তার দু-পাশে ভালোভাবে দেখে-শুনে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে

        () রাস্তা পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে

 

৪৯. প্রশ্ন : গাড়ির গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কীভাবে সংকেত দিবেন ?

উত্তর : চালক তার ডানহাত গাড়ির জানালা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে উপরে-নীচে উঠানামা করাতে থাকবেন

 

৫০. প্রশ্ন : লেভেলক্রসিং বা রেলক্রসিং কত প্রকার কী কী ?

উত্তর : লেভেলক্রসিং বা রেলক্রসিং প্রকার

. রক্ষিত রেলক্রসিং বা পাহারাদার নিয়ন্ত্রিত রেলক্রসিং,

. অরক্ষিত রেলক্রসিং বা পাহারাদারবিহীন রেলক্রসিং

 

৫১. প্রশ্নঃ রক্ষিত লেভেলক্রসিংয়ে চালকের কর্তব্য কী ?

উত্তর : গাড়ির গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে যদি রাস্তা বন্ধ থাকে তাহলে গাড়ি থামাতে হবে, আর খোলা থাকলে ডানেবামে ভালোভাবে দেখে অতিক্রম করতে হবে

 

৫২. প্রশ্নঃ অরক্ষিত লেভেলক্রসিংয়ে চালকের কর্তব্য কী ?

উত্তর গাড়ির গতি একদম কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে, প্রয়োজনে লেভেলক্রসিংয়ের নিকট থামাতে হবে এরপর ডানেবামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করতে হবে

 

৫৩. প্রশ্ন : বিমানবন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন ?

উত্তর : () বিমানের প্রচণ্ড শব্দে গাড়ির চালক হঠাৎ বিচলিত হতে পারেন,

() সাধারণ শ্রবণ ক্ষমতার ব্যাঘাত ঘটতে পারে,

() বিমানবন্দরে ভিভিআইপি/ভিআইপি বেশি চলাচল করে বিধায় এই বিষয়ে সতর্ক থাকতে হয়

 

৫৪. প্রশ্নঃ মোটরসাইকেল চালক আরোহীর হেলমেট ব্যবহার করা উচিত কেন ?

উত্তর : মানুষের মাথা শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এখানে সামান্য আঘাত লাগলেই মানুষের মৃত্যু ঘটতে পারে তাই দুর্ঘটনায় মানুষের মাথাকে রক্ষা করার জন্য হেলমেট ব্যবহার করা উচিত


ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর,

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন pdf,

ড্রাইভিং লাইসেন্স ব্যবহারিক পরীক্ষা,

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি,

ড্রাইভার নিয়োগ পরীক্ষার প্রশ্ন,

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স,

ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন,

বিআরটিএ mcq প্রশ্ন, 

Previous Page                                                                                Next Page

Post a Comment

Previous Post Next Post