ছুটির পদ্ধতি, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯


ছুটির পদ্ধতি, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯



( ২০১৯ সনের নং আইন )
২৮ ফেব্রুয়ারি , ২০১৯
দ্বিতীয় অধ্যায়
নিয়োগ চাকরির শর্তাবলি
 
   () কোনো শ্রমিক তাহার প্রাপ্য ছুটি ভোগ করিতে পারিবেন এবং ছুটির প্রাপ্যতা ইংরেজি পঞ্জিকা বৎসর অনুযায়ী হিসাব করা হইবে

() কোনো শ্রমিক তাহার প্রাপ্য ছুটির অতিরিক্ত সরকার ঘোষিত কোনো সাধারণ বা বিশেষ ছুটি ভোগ করিতে পারিবেন

() কর্তৃপক্ষ ছুটির পদ্ধতি এতৎসংক্রান্ত অন্যান্য বিষয়াদি নির্ধারণ করিবে

() কর্তৃপক্ষ যে কোনো সময়ে কোনো জোনের একটি শিল্প প্রতিষ্ঠানে বা একইসঙ্গে সকল শিল্প প্রতিষ্ঠানে অথবা সকল জোনের সকল শিল্প প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করিতে পারিবে :

তবে শর্ত থাকে যে, উল্লিখিত ছুটি সাধারণ কর্মদিবস হিসাবে গণ্য হইবে এবং মালিক কর্তৃক উক্ত ছুটির দিনের জন্য শ্রমিকগণকে তাহার প্রাপ্য মজুরি প্রদেয় হইবে

Post a Comment

Previous Post Next Post