শ্রমিক রেজিস্টার, টিকেট, কার্ড, ইত্যাদি, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯


শ্রমিক রেজিস্টার, টিকেট, কার্ড, ইত্যাদি, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯




 
( ২০১৯ সনের নং আইন )
২৮ ফেব্রুয়ারি , ২০১৯
দ্বিতীয় অধ্যায়
নিয়োগ চাকরির শর্তাবলি


  () মালিক তাহার প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য একটি শ্রমিক রেজিস্টার রাখিবেন এবং ইহা সকল কর্মসময়ে পরিদর্শনের কাজে নিযুক্ত কর্মকর্তা বা কাউন্সিলর-কাম-পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য প্রস্ত্তত রাখিতে হইবে

() কর্তৃপক্ষ শ্রমিক রেজিস্টারের ফরম, উহা রক্ষণাবেক্ষণের পন্থা, সংরক্ষণের মেয়াদ এবং পরিদর্শনের পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে

() মালিক প্রত্যেক শ্রমিককে (এক) টি টিকেট বা কার্ড সরবরাহ করিবেন
 



Post a Comment

Previous Post Next Post