সার্ভিস বহি, সার্ভিস বইয়ের ফরম, ইত্যাদি, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

সার্ভিস বহি, সার্ভিস বইয়ের ফরম, ইত্যাদি, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯


( ২০১৯ সনের নং আইন )
২৮ ফেব্রুয়ারি , ২০১৯
দ্বিতীয় অধ্যায়
নিয়োগ চাকরির শর্তাবলি


৭।   প্রত্যেক মালিক তাহার নিজস্ব খরচে তৎকর্তৃক নিযুক্ত প্রত্যেক শ্রমিকের জন্য একটি করিয়া সার্ভিস বইয়ের ব্যবস্থা করিবেন এবং সার্ভিস বই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মাপে, ফরমে ও পদ্ধতিতে সংরক্ষিত হইবে।

No comments:

Post a Comment