NBR eLearning VAT Registration and Turnover Enlistment Course Lesson-7



NBR eLearning


লেসন-: নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ সংরক্ষণ
আইনি বাধ্যবাধকতা
  • নিবন্ধিত বা তালিকাভুক্ত সকল ব্যক্তির একটি নির্ভুল এবং হালনাগাদ তালিকা সংরক্ষণ প্রকাশ করবে
  • কোনো ব্যক্তির নাম প্রকাশিত তালিকায় না থাকলে, উক্ত ব্যক্তি নিবন্ধিত বলিয়া গণ্য হবেন না
  • কোনো ব্যক্তির নাম উক্ত তালিকায় থাকলে, উক্ত ব্যক্তি এই আইনের অধীন নিবন্ধিত বলে গণ্য হবে
  • বোর্ড এই আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের হালনাগাদ তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করিবে
  • তথ্য পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত তথ্য তালিকায় অর্ন্তভুক্ত থাকবে
প্রকাশিতব্য তথ্য
  • নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নাম এবং ঠিকানা;
  • ব্যবসায়িক নাম বা নামসমূহ, যদি থাকে, যার মাধ্যমে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন;
  • উক্ত ব্যক্তির ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
  • উক্ত ব্যক্তি তাহার শাখা ইউনিটের জন্য পৃথকভাবে নিবন্ধিত হইয়া থাকিলে, প্রত্যেক শাখা ইউনিটের ব্যবসায়িক নাম, ঠিকানা এবং  ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
  • যে তারিখে নিবন্ধন বা তালিকাভুক্তি কার্যকর হয়েছে, সেই তারিখ; এবং
  • নিবন্ধন বা তালিকাভুক্তির সর্বশেষ অবস্থা (Status)
লেসন-: বিআইএন এর ব্যবহার
বিআইএন ব্যবহারের ক্ষেত্র:

() ব্যাগেজ আমদানি ব্যতীত অন্য সকল আমদানি-রপ্তানির ক্ষেত্রে;
() নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নামে মি বা ভবন নিবন্ধনের ক্ষেত্রে;
() আমদানি নিবন্ধন সনদ রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণের ক্ষেত্রে;
() কোনো উৎসে কর্তনকারী সত্তায় কোনো সরবরাহ প্রদানের ক্ষেত্রে;
() কোনো টেন্ডারে অংশ গ্রহণের ক্ষেত্রে;
() কোনো সংস্থায় তালিকাভুক্তির ক্ষেত্রে;
(বন্ড লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে;
() নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকলে ব্যাংক ঋণ অনুমোদনের ক্ষেত্রে; এবং
() বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে।
বিআইএন ব্যবহারের সময়:
বিআইএন বর্ণিত ক্ষেত্রে ব্যবহার বাধ্যতামূলক। তবে বিআইএন ইস্যুর প্রথম অর্থ বছর ব্যতীত পরবর্তী অর্থবছরে বিআইএন এর পাশাপাশি মূসক সম্মাননাপত্র-এর প্রয়োজন হবে। কারণ, বিআইএন নবায়নের প্রয়োজন নেই। একজন করদাতা দাখিলপত্র জমা প্রদান না করলেও তার বিআইএন থেকে যাবে এবং আইনি বিধান প্রতিপালন না করেও ব্যবসায় করতে পারেন। বিষয়টি পরিহার করার লক্ষে বিআইএন এর পাশাপাশি মূসক সম্মাননাপত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এটি আয়কর আইনের আওতায় জারিকৃত প্রত্যয়নপত্রের সমমানের এবং একই উদ্দেশ্যে।
লেসন-: মূসক সম্মাননাপত্রের ব্যবহার
কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির সম্মাননাপত্র নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যবহৃত হবে, যথা:―
() আমদানি নিবন্ধন সনদ রপ্তানি নিবন্ধন সনদ নবায়নের  ক্ষেত্রে;
() নিবন্ধনের বা তালিকাভুক্তির অর্থ বৎসর ব্যতীত পরবর্তী সময়ে কোনো উৎসে কর্তনকারী সত্তায় কোনো সরবরাহ প্রদানের ক্ষেত্রে;
() নিবন্ধনের বা তালিকাভুক্তির অর্থ বৎসর ব্যতীত পরবর্তী সময়ে কোনো টেন্ডারে অংশ গ্রহণের ক্ষেত্রে;
() কোনো সংস্থায় তালিকাভুক্তির ক্ষেত্রে;
() বন্ড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে;
() নিবন্ধন বা তালিকাভুক্তির অর্থ বৎসর ব্যতীত পরবর্তী সময়ে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে ব্যাংক ঋণ অনুমোদনের ক্ষেত্রে;
() নিবন্ধনের বা তালিকাভুক্তির অর্থ বৎসর ব্যতীত পরবর্তী সময়ে নিবন্ধিত ব্যক্তির নামে কোন স্থাবর সম্পত্তির নিবন্ধনের ক্ষেত্রে; এবং
() বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোনো ক্ষেত্রে।

Post a Comment

Previous Post Next Post