আইনি বাধ্যবাধকতা
- নিবন্ধিত বা তালিকাভুক্ত সকল ব্যক্তির একটি নির্ভুল এবং হালনাগাদ তালিকা সংরক্ষণ ও প্রকাশ করবে
- কোনো ব্যক্তির নাম প্রকাশিত তালিকায় না থাকলে, উক্ত ব্যক্তি নিবন্ধিত বলিয়া গণ্য হবেন না
- কোনো ব্যক্তির নাম উক্ত তালিকায় থাকলে, উক্ত ব্যক্তি এই আইনের অধীন নিবন্ধিত বলে গণ্য হবে
- বোর্ড এই আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের হালনাগাদ তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করিবে
- তথ্য পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত তথ্য তালিকায় অর্ন্তভুক্ত থাকবে
প্রকাশিতব্য তথ্য
- নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নাম এবং ঠিকানা;
- ব্যবসায়িক নাম বা নামসমূহ, যদি থাকে, যার মাধ্যমে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন;
- উক্ত ব্যক্তির ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
- উক্ত ব্যক্তি তাহার শাখা ইউনিটের জন্য পৃথকভাবে নিবন্ধিত হইয়া থাকিলে, প্রত্যেক শাখা ইউনিটের ব্যবসায়িক নাম, ঠিকানা এবং ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
- যে তারিখে নিবন্ধন বা তালিকাভুক্তি কার্যকর হয়েছে, সেই তারিখ; এবং
- নিবন্ধন বা তালিকাভুক্তির সর্বশেষ অবস্থা (Status)।
লেসন-২: বিআইএন এর ব্যবহার
বিআইএন ব্যবহারের ক্ষেত্র:
(ক)
ব্যাগেজ আমদানি ব্যতীত অন্য সকল আমদানি-রপ্তানির ক্ষেত্রে;
(খ)
নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির
নামে ভ‚মি বা
ভবন নিবন্ধনের ক্ষেত্রে;
(গ)
আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন
সনদ গ্রহণের ক্ষেত্রে;
(ঘ)
কোনো উৎসে কর্তনকারী সত্তায় কোনো সরবরাহ প্রদানের ক্ষেত্রে;
(ঙ)
কোনো টেন্ডারে অংশ গ্রহণের ক্ষেত্রে;
(চ)
কোনো সংস্থায় তালিকাভুক্তির ক্ষেত্রে;
(ছ) বন্ড লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে;
(জ)
নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির
অনুক‚লে ব্যাংক ঋণ
অনুমোদনের ক্ষেত্রে; এবং
(ঝ)
বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে।
বিআইএন
ব্যবহারের
সময়:
বিআইএন
বর্ণিত ক্ষেত্রে ব্যবহার বাধ্যতামূলক। তবে বিআইএন ইস্যুর প্রথম অর্থ বছর ব্যতীত পরবর্তী অর্থবছরে বিআইএন এর পাশাপাশি মূসক
সম্মাননাপত্র-এর প্রয়োজন হবে।
কারণ, বিআইএন নবায়নের প্রয়োজন নেই। একজন করদাতা দাখিলপত্র জমা প্রদান না করলেও তার
বিআইএন থেকে যাবে এবং আইনি বিধান প্রতিপালন না করেও ব্যবসায়
করতে পারেন। এ বিষয়টি পরিহার
করার লক্ষে বিআইএন এর পাশাপাশি মূসক
সম্মাননাপত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এটি আয়কর আইনের আওতায় জারিকৃত প্রত্যয়নপত্রের সমমানের এবং একই উদ্দেশ্যে।
লেসন-৩:
মূসক
সম্মাননাপত্রের
ব্যবহার
কোনো
নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির
সম্মাননাপত্র নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যবহৃত হবে, যথা:―
(ক)
আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন
সনদ নবায়নের ক্ষেত্রে;
(খ)
নিবন্ধনের বা তালিকাভুক্তির অর্থ
বৎসর ব্যতীত পরবর্তী সময়ে কোনো উৎসে কর্তনকারী সত্তায় কোনো সরবরাহ প্রদানের ক্ষেত্রে;
(গ)
নিবন্ধনের বা তালিকাভুক্তির অর্থ
বৎসর ব্যতীত পরবর্তী সময়ে কোনো টেন্ডারে অংশ গ্রহণের ক্ষেত্রে;
(ঘ)
কোনো সংস্থায় তালিকাভুক্তির ক্ষেত্রে;
(ঙ)
বন্ড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে;
(চ)
নিবন্ধন বা তালিকাভুক্তির অর্থ
বৎসর ব্যতীত পরবর্তী সময়ে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির
অনুকূলে ব্যাংক ঋণ অনুমোদনের ক্ষেত্রে;
(ছ)
নিবন্ধনের বা তালিকাভুক্তির অর্থ
বৎসর ব্যতীত পরবর্তী সময়ে নিবন্ধিত ব্যক্তির নামে কোন স্থাবর সম্পত্তির নিবন্ধনের ক্ষেত্রে; এবং
(জ)
বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোনো ক্ষেত্রে।