NBR eLearning VAT Registration and Turnover Enlistment Course Lesson-8



NBR eLearning


লেসন-: ব্যর্থতা আর্থিক জরিমানা

ক্রমিক নং
ব্যর্থাতা বা অনিয়ম
জরিমানার পরিমাণ
০১
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত/তালিকাভুক্তির আবেদন না করার ব্যর্থতা বা অনিয়ম
১০(দশ) হাজার টাকা মাত্র
০২
নিবন্ধন/টার্নওভার কর সনদপত্র প্রদর্শন না করার ব্যর্থতা বা অনিয়ম
০৩
নির্ধারিত সময়ের মধ্যে অর্থনৈতিক কার্যক্রম সম্পর্বিত তথ্যের পরিবর্তন সম্পর্কে অবহিত না করার ব্যর্থতা বা অনিয়ম
০৪
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন/তালিকা ভুক্তির বাতিলের আবেদন না করার ব্যর্থতার বা অনিয়ম
০৫
নিবন্ধন বাতিল হওয়ার পর তালিকাভূক্তি যোগ্য করার ব্যর্থতা বা অনিয়ম

লেসন-: নিবন্ধন সংক্রান্ত অপরাধ, বিচার দন্ড
জাল বা ভুয়া BIN সম্বলিত মূসক নিবন্ধনপত্র বা টার্নওভার কর সনদপত্র বা সমন্বিত কর চালানপত্র এবং উৎসে কর কর্তন সনদপত্র তৈরী বা ব্যবহার করেন তাহলে অনুর্ধ্ব (এক) বছর কারাদণ্ড বা প্রদেয় করের সমপরিমান অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

Post a Comment

Previous Post Next Post