NBR eLearning VAT Registration and Turnover Enlistment Course Lesson-3



NBR eLearning


লেসন-: নিবন্ধন বা তালিকাভুক্তির সাথে সংশ্লিষ্ট ফরমসমূহ
ফরম নং
নাম
মূসক-.
Application for Value Added Tax Registration and Turnover Tax Enlistment
মূসক-.
Application for Branch Registration under Value Added Tax
মূসক-.
মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র/টার্নওভার কর তালিকাভুক্তি সনদপত্র
মূসক-.
মূল্য সংযোজন কর নিবন্ধন/টার্নওভার কর তালিকাভুক্তি বাতিলর করপ্রকৃতি পরিবর্তনের আবেদনপত্র
মূসক-২.৫
মূল্য সংযোজন কর নিবন্ধন/টার্নওভার কর তালিকাভুক্তি বাতিলের জন্য চূড়ান্ত দাখিলপত্র
মূসক-২.৬
নিবন্ধন/তালিকাভুক্তির পর তথ্যের পরিবর্তন বা নতুন তথ্য সংযোজনের ক্ষেত্রে উহা কমিশনারকে অবহিতকরণ
মূসক-২.৭
ব্যবসায়ের স্থান পরিবর্তনের আবেদন
মূসক-২.৮
নিবন্ধন সনদপত্র/তালিকাভুক্তি সনদপত্রের প্রতিলিপি প্রাপ্তির আবেদনপত্র

লেসন-: নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য কোন ফরমে আবেদন করবেন?
কেন্দ্রীয় নিবন্ধন: কেন্দ্রীয় নিবন্ধনের জন্য ফরম মূসক-. আবেদন করতে হবে।
শাখা নিবন্ধন: কোনো কোম্পানির একাধিক শাখা থাকলে এবং শাখা নিবন্ধনের শর্ত পূরণ করলে কেন্দ্রীয় ইউনিটের জন্য মূসক-. এবং প্রতিটি শাখা ইউনিটের জন্য আলাদাভাবে মূসক-. ফরমে আবদেন করতে হবে।
টার্নওভার কর তালিকাভুক্তি: টার্নওভার কর তালিকাভুক্তির জন্য ফরম মূসক-. আবেদন করতে হবে।
লেসন-: নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য কোথায় আবেদন করবেন?
নিবন্ধন গ্রহণ/তালিকাভুক্তির জন্য নিম্নেবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাবে।
  • অনলাইন বোর্ডের ওয়েব পোটালে;
  • বোর্ড পরিচালিত কেন্দ্রীয় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে;
  • আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোন কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট বা বিভাগীয় দপ্তরে;
  • বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো সেবা কেন্দ্রে;
  • বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলায়;
  • বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোনো স্থানে।
লেসন-: নিবন্ধনের ভিত্তি
নিবন্ধনের ভিত্তি হলো করদাতার হিসাবরক্ষণ পদ্ধতি। করদাতা যে পদ্ধতিতে হিসাব রক্ষণ করেন তার ওপর ভিত্তি করে কেন্দ্রীয় বা শাখা ইউনিটের নিবন্ধন প্রযোজ্য হবে। কোনো কোম্পানির একাধিক শাখা ইউনিট থাকতে পারে। তাদের প্রতিটি শাখা ইউনিটের জন্য আলাদা নিবন্ধন প্রযোজ্য হবে না সমগ্র কোম্পানির জন্য একটি মাত্র নিবন্ধন প্রযোজন হবে তা তার হিসাব রক্ষণ পদ্ধতির ওপর নির্ভর করবে। যদি সমগ্র ব্যবসায়িক কার্যক্রমের জন্য একটি হিসাব রাখা হয় এবং বার্ষিক আর্থিক বিবরণি একটি তৈরি করা হয় তাহলে তার জন্য একটি নিবন্ধন প্রযোজ্য হবে। আর যদি প্রতিটি শাখা ইউনিটের জন্য আলাদা হিসাবরক্ষণ করা হয় এবং প্রত্যেক শাখা ইউনিটের আর্থিক বিবরণি আলাদা করা হয় তাহলে কেন্দ্রী ইউনিটের জন্য একটি এবং তার ভিত্তিতে প্রতিটি শাখা ইউনিটের জন্য এক একটি আলাদা নিবন্ধন গ্রহণ করতে হবে।
লেসন-: নিবন্ধনের প্রকারভেদ
কেন্দ্রীয় নিবন্ধন
শাখা ইউনিট নিবন্ধন
নিবন্ধনের প্রধান পদ্ধতি
কেন্দ্রীয় ইউনিট হতে পৃথক হিসাব নিকাশ রের্কডপত্র সংরক্ষণ/পরিচালনা করলে
একক প্রতিষ্ঠান একক নিরীক্ষা
নিবন্ধনের বিকল্প পদ্ধতি
সকল শাখার জন্য একক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ
পৃথকভাবে নিবন্ধিত শাখা থেকে শাখায় পণ্য/সেবা আদান প্রদান বা চলাচল সরবরাহ বলে গণ্য হবে না।
হিসাবভিত্তিক নিবন্ধন


লেসন-: নিবন্ধনের প্রকারভেদ
স্বেচ্ছা নিবন্ধন
কমিশনার কর্তক স্ব-উদ্যোগে নিবন্ধন প্রদান
নিবন্ধনের আবশ্যকতা না থাকা সত্ত্বেও করযোগ্য সরবরাহ প্রদান করবে।
নিবন্ধন/তালিকাভুক্তির যোগ্য হওয়া সত্ত্বে নিবন্ধন/তালিকা ভুক্ত না হলে
ক্ষেত্রে টার্নওভার কর তালিকাভুক্তি প্রযোজ্য নয়।
করদাতার অসহযোগীতার কারণে তার টার্নওভার নির্ধরাণ সম্ভব না হলে কমিশনার তাকে মূসক নিবন্ধন প্রদান করবেন।
কমপক্ষে ০১(এক) বছর নিবন্ধিত থাকতে হবে।


লেসন-: নির্ভুল আবেদনের জন্য কতিপয় উদাহরণ
উদাহরণ-
জনাব হাসান রাজশাহী বিভাগে ব্রিটিশ আমেরিকা টোবাকো, প্রাণ, মেঘনা, স্কয়ার ইউনিলিভার-এর ডিলার হিসেবে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন। তিনি প্রতিটি ব্রান্ডের ব্যবসায়িক কার্যক্রমের হিসাব আলাদাই রাখেন। তবে তিনি একটিই মাত্র ব্যাংক একাউন্টের মাধ্যমে সকল ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করেন। তার নিজস্ব মালিকানাধীন আরো কিছু ব্যবসায় রয়েছে। তার নিবন্ধন কিভাবে কয়টি হবে? উল্লেখ্য তার একটি টিআইএন বিদ্যমান এবং একটিই আয়কর দাখিলপত্র জমা দেন।
সমাধান: এখানে জনাব হাসান রকমের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, যথা:
সিদ্ধান্ত-: তিনি তার সকল ব্যবসায়ীক কার্যক্রমকে একত্রে করে একটি মাত্র বিআইএন গ্রহণ করতে পারেন। প্রতিটি শাখার জন্য আলাদা হিসাব রাখলেও সামগ্রিকভাবে একটি হিসাব করে দাখিলপত্র তৈরি জমা প্রদান করতে হবে।
সিদ্ধান্ত-: তিনি প্রতিটি ব্যবসায়িক ইউনিটের জন্য আলাদা আলাদা শাখা বিআইএন গ্রহণ করতে পারেন। ক্ষেত্রে তাকে প্রথমে মূসক-. ব্যবহার পর একটি কেন্দ্রীয় নিবন্ধন প্রথা করতে হবে। কেন্দ্রীয় নিবন্ধন শেষে তাকে প্রতিটি ইউনিটের জন্য মূসক-. ব্যবহার করে ইউনিট নিবন্ধন প্রথা করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের হিসাব আলাদা রাখতে হবে এবং প্রতিটি বিআইএন এর জন্য আলাদাভাবে দাখিলপত্র জমা প্রদান করতে হবে।
উদাহরণ-
একটি ব্যবসায়িক গ্রুপের ৩টি লিমিটেড কোম্পানি আছে যারা বিভিন্ন ধরণের খাদ্যদ্রব্য তৈরি করে। তিনটি কোম্পানি তাদের উৎপাদিত পণ্য দেশের ৬টি বিভাগীয় পণ্যাগারে সংরক্ষণ করে এবং বর্তমানে পণ্যাগারগুলো আলাদাভাবে নিবন্ধিত। তাদের ক্ষেত্রে নিবন্ধন কিভাবে হবে?
সিদ্ধান্ত: তিনটি কোম্পানির জন্য তিনটি আলাদা নিবন্ধন হবে। পণ্যাগারগুলো কোন না কোন কোম্পানির আওতায় শাখা হিসেবে থাকবে। তাদের আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই। ৬টি শাখা একটি কোম্পানির আওতায় শাখা হিসেবে থাকতে পারে আবার এককে শাখা একেক কোম্পানির সাথেও থাকতে পারে। দেখতে হবে কোন শাখার মালিকানা কোন কোম্পানির। এক কোম্পানির পণ্যাগারে অন্যকোম্পানির পণ্য রাখলে এটিকে একটি সরবরাহ হিসেবে বিবেচনা করে প্রকৃত সরবরাহ মূল্যে মূসক হিসাব করতে হবে। প্রয়োজন হলে ন্যায্য বাজার মূল্যের ভিত্তিতে সরবরাহ মূল্য নির্ধারণ করা যেতে পারে।
লেসন-: নিবন্ধন বা তালিকাভুক্তির সনদ প্রাপ্তি
বিআইএন সৃষ্টির পর কম্পিটার সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে নবিন্ধন/তালিকাভুক্তি সনদপত্র তৈরি হবে। নির্ধারিত ডিজাইনে তৈরি সনদপত্র আপনার ঠিকানায় প্রেরণ করা হবে যাতে তা আপনি দর্শনীয় স্থানে প্রদর্শন করতে পারেন। এতদব্যতীত, করদাতা তৈরিকৃত সনদপত্র কমিউটারে সেইভ করে রাখতে পারবেন, মেইলে প্রেরণ করতে পারবেন। করদাতা তার একাউন্টে লগইন করে যতবার খুশি ততোবার সনদপত্র প্রিন্ট নিতে পারবেন। নির্ধারিত ডিজাইনে হার্ড কপি প্রয়োজন হবে শুধু প্রদর্শনের জন্য।

Post a Comment

Previous Post Next Post