Value added tax registration and turnover tax enrollment Quiz Question মূল্য সংযোজন কর নিবন্ধন ও টার্নওভার কর তালিকাভুক্তি কুইজ প্রশ্ন

Value added tax registration and turnover tax enrollment Quiz Question মূল্য সংযোজন কর নিবন্ধন ও টার্নওভার কর তালিকাভুক্তি কুইজ প্রশ্ন

NBR eLearning

 


Question 1

মূসক আদায় সরকারি কোষাগারে জমা প্রদান করেন-
  • নিবন্ধিত ব্যক্তি
  • তালিকাভুক্ত ব্যক্তি
  • ভোক্তা
  • উপরের সবাই

Question 2

পণ্য নয়-
  • শেয়ার স্টক
  • সিকিউরিটিজ   
  • অর্থ     
  • সবগুলো

Question 3

কোনটি সঠিক নয় মূসক একটি-
  • পরোক্ষ কর
  • প্রত্যক্ষ কর
  • ভোক্তা কর     
  •  হিসাব ভিত্তিক কর

Question 4

"ব্যক্তি সংঘ" নয়-
  • অংশীদারি কারবার
  • ট্রাস্ট বা অনুরূপ কোন ব্যক্তি সংঘ
  • কোন কোম্পানি বা অনিগমিত যৌথ মূলধনী কারবার
  • উপরের কোনটিই নয়
Question 5


মূসক একটি ভোগভিত্তিক কর ব্যবস্থা।
  • সত্য      
  • মিথ্যা

Question 6


মূসক প্রযোজ্য নয়-
  • অব্যাহতি প্রাপ্ত আমদানিতে  
  • অব্যাহতিপ্রাপ্ত সরবরাহে  
  • নিবন্ধনসীমা পর্যন্ত টার্নওভার বিশিষ্ট যেকোনো সরবরাহে
  • সবগুলোই।    

Question 7


মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ অনুযায়ী সর্বশেষ (২০১৬-১৭ অর্থবছরে) সংকুচিত হারগুলো ছিল-
  • .%, %, .%, %, %, .%, %, .%, % এবং ১০%
  • .%, %, .%, %, %, .%, %, .%, % এবং ১০%
  • .%, %, .%, %, %, .%, %, .%, % এবং ১০%
  • .%, %, .২৫%, %, %, .%, %, .%, % এবং ১০%           
Question 8


"ইলেকট্রনিক সেবা" এর অর্ন্তভুক্ত নয়-
  • ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ছবি প্রিন্ট      
  • ওয়েব সাইট, ওয়েব-হোস্টিং বা অনুষ্ঠান যন্ত্রপাতির দূরবর্তী রক্ষণাবেক্ষণ
  • সফটওয়্যার এবং দূরবর্তী সেবা প্রদানের মাধ্যমে উহার হালনাগাদকরণ
  • ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত ইমেজ (image), টেক্সট এবং তথ্য
Question 9


আবাসিক ব্যক্তি নন-
  • কোনো বিদেশি নাগরিক যিনি বিগত বছরের মধ্যে বাংলাদেশে আসেননি
  • স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস করেন
  • যিনি চলতি বর্ষপঞ্জির ১৮২ (একশত বিরাশি) দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করেন
  • বাংলাদেশে নিগমিত কোনো বিদেশি কোম্পানি।

Question 10


অর্থনৈতিক কার্যক্রম নয় -
  • লিজ, লাইসেন্স বা অনুরূপ উপায়ে কোন পণ্য, সেবা বা সম্পত্তি সরবরাহ
  • কোম্পানীর কোন পরিচালক কর্তৃক প্রদত্ত কোন সেবা
  • কেবল একবারের জন্য পরিচালিত কোন বাণিজ্যিক কার্যক্রম বা উদ্যোগ
  • পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোন কার্যক্রম
Question 11


"নির্দিষ্ট স্থান" অর্থ বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত কোন স্থান, যথা:―
  • ব্যবস্থাপনার স্থান, শাখা, দপ্তর, কারখানা বা ওয়ার্কশপ
  • খনি, গ্যাসকূপ, পাথর বা অনুরূপ কোন খনিজ সম্পদ আহরণ-ক্ষেত্র
  • নির্মাণ বা স্থাপনা প্রকল্পের অবস্থান
  • উপরের সবগুলো।

Question 12


মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ অনুযায়ী আদর্শ হার ছিল-
  • ১৫% %
  • ১৫%, % %
  • ১৫% %
  • একটিও নয়

Question 13


"কেন্দ্রীয় ইউনিট" অর্থ অর্থনৈতিক কার্যক্রমের সকল হিসাব-নিকাশ রেকর্ডপত্র কেন্দ্রীয়ভাবে পরিচালিত সংরক্ষিত হয় এমন স্থান।
  • সত্য
  • মিথ্যা
Question 14


নতুন আইনে মূসক অর্ন্তভুক্তভিত্তিক মূল্য প্রযোজ্য।
  • সত্য
  • মিথ্যা
Question 15


হ্রাসকারী সমন্বয় এর জন্য ক্রেডিট নোট প্রয়োজন হয়।

  • সত্য
  • মিথ্যা
Question 16


"সরকারি সত্তা" নয়-
  • সরকার বা উহার কোন মন্ত্রণালয়, বিভাগ, বা দপ্তর
  • আধাসরকারি বা স্বায়ত্তশাসিত কোন সংস্থা
  • এনজিও ব্যুরোতে নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান
  • স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোন সংস্থা

Question 17


নতুন আইন কার্যকর হয়-
  • ২৪ নভেম্বর ২০১৫
  • ২৪ নভেম্বর ২০১৬
  • ১৫ মার্চ ২০১৭
  • জুলাই, ২০১৭
Question 18


মূসক একটি চালানভিত্তিক কর ব্যবস্থা। করযোগ্য সরবরাহের সময় মূসক চালান ইস্যু করতে হয়।
  • সত্য
  • মিথ্যা
Question 19


কোনটি সত্য নতুন আইনে ১৫% হারে ১১৫ টাকায় মূসকের পরিমাণ-
  • ১৫ টাকা
  • ১৭.২৫ টাকা
  • কোনটিই নয়
  • উভয়ই
Question 20


নতুন মূসক আইনের আওতায় "কর" বলতে বোঝায়-
  • মূসক, টার্নওভার কর সম্পূরক শুল্ক এবং সুদ, জরিমানা অর্থদ-কে
  • মূসক, টার্নওভার কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং সুদ, জরিমানা অর্থদ-কে
  • মূসক, টার্নওভার কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং জরিমানা অর্থদ-কে
  • মূসক, সম্পূরক শুল্ক, আগাম কর এবং সুদ, জরিমানা অর্থদ-কে


Post a Comment

Previous Post Next Post