Regulations for
issuing fire prevention certificates at electric substations or power stations
(বৈদ্যুতিক সাব স্টেশন বা পাওয়ার স্টেশনের অগ্নি প্রতিরোধ সংক্রান্ত ছাড়পত্র প্রদানের নিয়মাবলী)
ক) প্রতিষ্ঠানের
প্যাডে/সাদা কাগজে চাহিত সেবা প্রাপ্তি আবেদন।
খ) প্রতিষ্ঠা/ভবনের অনুমোদিত লে আউট প্লানের
কপি।
গ) ভাড়ার
চুক্তিপত্র/ মালিকানার
স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র।
ঘ) পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক দেয় ট্রেড লাইসেন্স ও অনাপত্তি পত্র।
ঙ) উপরোক্ত
ডকুমেন্টস এর কপি সমূহ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়ন পূর্বক জমা দিতে হবে।
আবেদন জমা ও ছাড়পত্র গ্রহণঃ
প্রতিষ্ঠানের পরিচয় বহনকারী কর্মকর্তা, সমিতির
পরিচয় বহনকারী কর্মকর্তা বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিই কেবল প্রাপ্তি স্বীকার মূলে ছাড়পত্রের জন্য আবেদন জমা ও ছাড়পত্র গ্রহণ করতে পারবেন। অতপর সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিয়ে ডিউটি অফিসারের নিকট হতে জমা রশিদ (সংযুক্তি
“ক” গ্রহণ
করবেন। ডিউটি অফিসার জমা রশিদ সরবরাহ করবে এবং সংশ্লিষ্ঠ রেজিষ্ট্রারে (সংযুক্তি
“ঙ”) পূরণ
করবেন।
আপনি আরও পড়তে পারেনঃ ফায়ার লাইসেন্স ইস্যু ও নবায়ন