Value added tax registration and turnover tax enrollment Quiz For NBR eLearning মূল্য সংযোজন কর নিবন্ধন ও টার্নওভার কর তালিকাভুক্তি কুইজ প্রশ্ন এনবিআর ই লার্নিং
Question
1
এক কমিশনারেট হতে আরেক কমিশনারেটে স্থানান্তরে ক্ষেত্রেও বিআইএন পরিবর্তন হবে
সত্য
মিথ্যা
Question
2
মূল্য সংযোজন কর ব্যবস্থায় যেকোন আমদারিকারক ও রপ্তানিকারককে _____ সাথে সম্পৃক্ত হতে হয় |
Answer: মূসক ব্যবস্থার
Question
3
কিসের বিপরীতে বিআইএন ইস্যু করা হয়
মূল্য সংযোজন কর নিবন্ধন
টার্নভারকর তালিকাভুক্তির বিপরীতে
ট্রেড লাইসেন্স
ক ও খ
Question
4
মূল্য সংযোজন কর নিবন্ধন ও টার্নভারকর _____ বিপরীতে বিআইএন ইস্যু করা হয়।
Answer: তালিকাভুক্তির
Question
5
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন/তালিকা ভুক্তির বাতিলের আবেদন না করার ব্যর্থতার বা অনিয়ম জরিমানার পরিমাণ
২০ হাজার টাকা মাত্র
২৫ হাজার টাকা মাত্র
৫০ হাজার টাকা মাত্র
১০(দশ) হাজার টাকা মাত্র
Question
6
নতুন আইনের আওতায় নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে শুধু _____ ফরমে প্রযোজ্য তথ্য প্রদান করতে হবে।
Answer :
Question
7
নিবন্ধন/তালিকাভুক্তির পর তথ্যের পরিবর্তন বা নূতন তথ্য সংযোজনের ক্ষেত্রে উহা কমিশনারকে অবহিতকরণ সংশ্লিষ্ট ফরম
মূসক-২.২
মূসক-২.৩
মূসক-২.৬
মূসক-২.৪
Question
8
প্রদত্ত তথ্য সঠিক পাওয়া না গেলে কন্টাক্ট সেন্টার হতে আবেদনকারীর সাথে যোগাযোগ করা হবে যাতে তিনি সকল তথ্য সঠিকভাবে পূরণ করে জমা প্রদান করেন।
সত্য
মিথ্যা
Question
9
নতুন আইনের আওতায় মূসক নিবন্ধন বা টার্নওভার কর তালিকাভুক্তির জন্য ফির পরিমান
৫,০০০ টাকা
১০,০০০ টাকা
তালিকাভুক্তির জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
১৫,০০০ টাকা
Question
10
মূল্য সংযোজন কর নিবন্ধন যেসকল কারণে বাতিল হবে
নিবন্ধিত হওয়ার পরবর্তী সময়ে অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে ব্যর্থ হন বা অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করে দেন
অর্থনৈতিক কার্যক্রমটি অব্যাহতিপ্রাপ্ত হিসাবে ঘোষিত হয়
পর পর দুই বছর তার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে থাকে।
উপরের সব
Question
11
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত/তালিকাভুক্তির আবেদন না করার ব্যর্থতা বা অনিয়ম জরিমানার পরিমাণ
২০ হাজার টাকা মাত্র
২৫ হাজার টাকা মাত্র
৫০ হাজার টাকা মাত্র
১০(দশ) হাজার টাকা মাত্র
Question
12
অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নিবন্ধিত বা তালিকাভুক্ত হতে হবে
সত্য
মিথ্যা
Question
13
ব্যবসায়ের স্থান পরিবর্তনের আবেদন সংশ্লিষ্ট ফরম
মূসক-২.২
মূসক-২.৩
মূসক-২.৭
মূসক-২.৪
Question
14
কখন নিবন্ধিন বা তালিকাভক্তি হওয়ার প্রয়োজন নেই?
বার্ষিক টার্নওভার নিবন্ধন সীমার নীচে থাকলে
বার্ষিক টার্নওভার তালিকাভুক্তি সীমার নীচে থাকলে
অব্যাহতি প্রাপ্ত পন্য বা সেবা উৎপাদন ও সরবরাহ করলে
উপরের সব
Question
15
মূসক ব্যবস্থার সাথে সর্ম্পূক্তিকেই নিবন্ধন বা তালিকাভুক্তি বলে।
সত্য
মিথ্যা
Question
16
স্বেচ্ছায় নিবন্ধন গ্রহণ করতে আগ্রহী হলে _____ অনুযায়ী নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে হবে।
Answer:
Question
17
আবেদন দাখিলের পর আবেদনে প্রদত্ত তথ্যাদি প্রাথমিক যাচাইয়ে সঠিক পাওয়া গেলে _____ কার্যদিবসের মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি প্রদান করা হবে।
Answer:
Question
18
বিআইএন (BIN) কী?
মূল্য সংযোজন কর নিবন্ধন নম্বর
Business Identification
Number
ট্রেড লাইসেন্স নম্বর
আইআরসি নম্বর
Question
19
নিবন্ধনসীমার মধ্যে নিম্নবর্ণিত মূল্যসমূহ অন্তর্ভুক্ত হবে না,
অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য
মূলধনী সম্পদের বিক্রয় মূল্য
অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোন অংশ বিশেষের বিক্রয় মূল্য
উপরের সব
Question
20
একটি প্রতিষ্ঠানের _____ কখনো পরিবর্তন হবে না |
Answer: প্রযোজ্যতা
Question
21
আবদেন কোন কর্মকর্তার নিকট দাখিল করতে হবে ?
রাজস্ব অফিসে
রাজস্ব কর্মকর্তার বরাবর
সূপার বরাবর
কমিশনার বরাবর
Question
22
একটি প্রতিষ্ঠানের বিআইএন পরিবর্তন হবে
সত্য
মিথ্যা
Question
23
একজন স্বাভাবিক ব্যক্তি নিবন্ধিত বা তালিকাভুক্ত হবেন
সত্য
মিথ্যা
Question
24
কমিশনার আবেদন প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্রের নকল সরবরাহ করবেন।
সত্য
মিথ্যা
Question
25
Application
for Branch Registration under Value Added Tax সংশ্লিষ্ট ফরম
মূসক-২.২
মূসক-২.৩
মূসক-২.১
মূসক-২.৪
Question
26
আবেদন দাখিলের পর আবেদনে প্রদত্ত তথ্যাদি প্রাথমিক যাচাটইয়ে সঠিক পাওয়া গেলে ৩ কার্যদিবসের মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি প্রদান করা হবে।
সত্য
মিথ্যা
Question
27
বিআইএন ৯ ডিজিটের যার প্রথম ৮টি ডিজিট _____ |
Answer:
Question
28
কোনো আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক সংগঠন নিবন্ধিত বা তালিকাভুক্ত হবেন
সত্য
মিথ্যা
Question
29
বিধিতে _____ বিধান থাকলেও আবেদন সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করলে অনলাইনে আবেদনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবেই নিবন্ধন বা তালিকাভুক্তি পাওয়া যেতে পারে।
Answer:
Question
30
নতুন আইনের আওতায় মূসক নিবন্ধন বা টার্নওভার কর তালিকাভুক্তির জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
সত্য
মিথ্যা
Tags:
Questions and Answers