Rules for issuing fire prevention certificates in the
multi-storeyed building বহুতল
ভবনে অগ্নি প্রতিরোধ সংক্রান্ত ছাড়পত্র প্রদানের নিয়মাবলী
ক) বহুতল
ভবন ছাড়পত্র প্রত্যাশী ব্যক্তি বা সংস্থা নিজ
নিজ প্যাড/সাদা কাগজে বহুতল ভবন নির্মাণ উেেদ্দশ্যে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন ও অগ্নি নিরাপত্তা
বিষয়ে ছাড়পত্র গ্রহণের লক্ষ্যে মহা-মহাপরিচালক মহোদয়ের বরাবর আবেদন করবেন। যা এককেন্দ্রিক সেবা
কেন্দ্রে/ডাকযোগে জমা দেয়া যাবে।
খ) আবেদন
পত্রের সাথে নিম্নে বর্নিত কাগজপত্র সংযুক্ত করতে হবে।
১।
লে আউট প্ল্যান, সাইড প্লান, লোকেশন প্ল্যান ৪
কপি করে।
২।
ফায়ার ফাইটিং সেফটি প্ল্যান ৪ কপি ।
৩।
জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ১
সেট।
৪।
জমির প্লট সংক্রান্ত তথ্য ১ কপি।
গ) আবেদনপত্র
গ্রহনের সময় প্রাথমিকভাবে জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করা হয়। বাছাই করার সময় কোন ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের জন্য
ফেরত প্রদান করা হয়। ত্রুটি না থাকলে আবেদনপত্রটি
গ্রহন করে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় এবং
পরবর্তী কার্যের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করা হয়।
ঘ) আবেদন
পত্রটি গৃহীত হওয়ার পর পরবর্তী ০৩
কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবন নির্মানের স্থানটি সরেজমিনে পরিদর্শন করে BNBC (Bangladesh
National Building Code) শর্ত সমূহ অনুযায়ী সঠিকতা পরীক্ষাকরতঃ পরিদর্শন রিপোর্ট প্রদানের জন্য একটি কমিটি গঠন করবেন।
ঙ) আদেশ
প্রাপ্তির ০৩ কার্যদিবসের মধ্যে
পরিদর্শন কমিটি ভবনের স্থান/ভবনটি পরিদর্শন করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করবেন।
চ) কর্তৃপক্ষ
পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর কোন জটিলতা
না থাকলে পরবর্তী ০৩ কার্য দিবসের
মধ্যে আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র/ফায়ার সেফটি নক্সা যাচাই বাছাই করার নিমিত্তে নির্ধারিত কমিটি বরাবর উপস্থাপন করবেন।
ছ) সংশ্লিষ্ট
কাগজপত্রের/ ফায়ার সেফটি নক্সায় কোন ত্রুটি না থাকলে নির্ধারিত
ছাড়পত্র কমিটি পরবর্তী ০৩ কার্যদিবসের মধ্যে
ছাড়পত্রের বিষয়ে সম্মতি জ্ঞাপন করবেন।
জ) কমিটি
কর্তৃক সম্মতি রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ০৩
কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে শর্তসাপেক্ষে ছাড়পত্র প্রদান করা হবে। উক্ত ছাড়পত্র ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হতে সরবারাহ করা হবে।
ঝ) আবেদন
পত্রের সাথে সংশ্লিষ্ট কাগজ পত্র ছাড়পত্র/ফায়ার সেফটি নক্সা কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ান্তে কোন ত্রুটি পাওয়া গেলে তা পরবর্তী ০৩
কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাকে ত্রুটি
সমূহ উল্লেখ করে জানিয়ে দেয়া হবে এবং
সংশোধনের জন্য ১৫ দিনের সময়
দিয়ে পত্র দেয়া হবে।
ঞ) ক্রটি
সমূহ সমাধান করে সংশ্লিষ্ট আবেদনকারী পুনরায় প্রয়োজনীয় কাগজপত্রসহ মহাপরিচালক মহোদয় বরাবর আবেদন করবেন।
ট) পুনঃ
আবেদন প্রাপ্তির পর আবেদনের সাথে
প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক পাওয়া গেলে এবং
উপরোক্ত নিয়ম মোতাবেক নির্ধারিত সময়ে শর্ত সাপেক্ষে ছাড়পত্র প্রদান করা হবে।
ঠ) ভবন
নির্মান সম্পন্ন হলে ভবনে
বসবাসের পূর্বে পুনরায় মহাপরিচালক বরাবর বসবাসযোগ্য (Occupancy) সনদের জন্য আবেদন করতে হবে।
ড) আবেদন
প্রাপ্তির পর মহাপরিচালক ভবনটি
BNBC শর্তানুযায়ী নির্মিত হয়েছে কিনা তা পরীক্ষার জন্য
অধিদপ্তরের একজন কর্মকর্তাকে ভবনটি পরিদর্শনের জন্য প্রেরন করবেন এবং পরিদর্শন রিপোর্ট সন্তোষজন হলে মহাপরিচালক ভবনটি বসবাসযোগ্য (Occupancy) সনদ পত্র প্রদান করবেন।
আপনি
আরও পড়তে পারেনঃ Issue and renewal of Bangladesh Fire License বাংলাদেশের ফায়ার লাইসেন্স ইস্যু ও নবায়ন