CNG Filling Station Fire Prevention Certificate সিএনজি ফিলিং স্টেশন অগ্নি প্রতিরোধ সংক্রান্ত ছাড়পত্র প্রদানের নিয়মাবলী

CNG Filling Station Fire Prevention Certificate সিএনজি ফিলিং স্টেশন অগ্নি প্রতিরোধ সংক্রান্ত ছাড়পত্র প্রদানের নিয়মাবলী

সিএনজি ফিলিং স্টেশন/ বৈদ্যুতিক সাব স্টেশনের ছাড়পত্র দেয়ার নিয়মাবলি প্রয়োজনীয় কাগজপত্র।

) প্রতিষ্ঠানের প্যাডে/সাদা কাগজে চাহিত সেবা প্রাপ্তি আবেদন।

) প্রতিষ্ঠা/ভবনের অনুমোদিত নক্সা বা লে আউট প্লানের সফট কপি।

) ভাড়ার চুক্তিপত্র/ মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র।

) পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক দেয় ট্রেড লাইসেন্স অনাপত্তি পত্র।

) উপরোক্ত ডকুমেন্টস এর কপি সমূহ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়ন পূর্বক জমা দিতে হবে।

নিয়মাবলি:

) প্রতিষ্ঠানের প্যাডে/সাদা কাগজে আবেদন পত্রের সাথে প্রতিষ্ঠান/প্রস্তাবিত বহুতল ভবনের নক্সা/ লে-আউট প্ল্যানের সফট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট জেলার সহকারী পরিচালকের দপ্তরের এককেন্দ্রিক সেবা কেন্দ্রে জমা দিতে হবে।

) আবেদনপত্র গৃহীত হওয়ার পরবর্তী ০৫ ( পাঁচ) কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ একজন কর্মকর্তাকে সিএসজি ফিলিং স্টেশনের স্থান/বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপনের স্থান/ভবনটি সরেজমিনে পরিদর্শন করার জন্য আদেশ প্রদান করবেন।

) আদেশ প্রাপ্তির পরবর্তী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা সিএনজি ফিলিং স্টেশনের স্থান/বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপনের স্থান/ভবনটি; পরিদর্শনের প্রতিবেদন উপর্যুক্ত কর্তৃপক্ষের নিকট দাখিল করবেন।

) আবেদন প্রাপ্তির পর ত্রুটি না থাকলে সর্ব্বোচ্য ১০ (দশ) কার্যদিবসের মধ্যে সহকারী পরিচালক আবেদনকৃত ছাড়পত্র ইস্যু করে এককেন্দ্রিক সেবা কেন্দ্রে ( ওয়ান স্টপ সার্ভিস সেন্টার) জমা দিবেন।

) সিএনজি ফিলিং স্টেশনের স্থান/বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপনের স্থান/প্রস্তাবিত ভবনটি পরিদর্শনে কোন ক্রটি পরিলক্ষিত হলে ক্রটি সংশোধন বা কারণ বাস্তবায়নের লক্ষ্যে ১৫ (পনের) দিনের সময় দিয়ে আবেদনকারী বরাবর পত্র জারী করবেন

) ক্রটিসমূহ সমাধানের পর বা শর্ত পূরণের পর সিএনজি ফিলিং স্টেশনের স্থান/বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপনের স্থান/ভবনটি মালিক কর্তৃক পুনরায় সংশ্লিষ্ট সহকারী পরিচালক/উপ-পরিচালক বরাবর অবগতি পত্র দিতে হবে।

) শর্ত পূরণের বা ক্রটিসমূহ সমাধানের অবগতি পত্র প্রাপ্তির ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা উল্লেখিত সিএনজি ফিলিং স্টেশনের স্থান/বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপনের স্থান/ভবনটি পূনরায় পরিদর্শনে যাবেন।

) কোন ক্রটি না থাকলে পরবর্তী ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে সিএনজি ফিলিং স্টেশনের/বৈদ্যুতিক সাব-স্টেশন/ভবন নির্মাণের ছাড়পত্র প্রদান করতে হবে।

আবেদন জমা ছাড়পত্র গ্রহণঃ

প্রতিষ্ঠানের পরিচয় বহনকারী কর্মকর্তা, সমিতির পরিচয় বহনকারী কর্মকর্তা বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিই কেবল প্রাপ্তি স্বীকার মূলে ছাড়পত্রের জন্য আবেদন জমা ছাড়পত্র গ্রহণ করতে পারবেন। অতপর সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিয়ে ডিউটি অফিসারের নিকট হতে জমা রশিদ (সংযুক্তিগ্রহণ করবেন। ডিউটি অফিসার জমা রশিদ সরবরাহ করবে এবং সংশ্লিষ্ঠ রেজিষ্ট্রারে (সংযুক্তি”) পূরণ করবেন।

Post a Comment

Previous Post Next Post