Issue and renewal of Bangladesh Fire License বাংলাদেশের ফায়ার লাইসেন্স ইস্যু ও নবায়ন

Issue and renewal of Bangladesh Fire License বাংলাদেশের ফায়ার লাইসেন্স ইস্যু ও নবায়ন

নির্ধারিত আবেদন ফরম পূরন করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়ানস্টপ সার্ভিসে সেন্টারে প্রেরন। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হতে আবেদন ফরম ও ডকুমেন্টস সংশ্লিষ্ট এলাকার ওয়্যার হাউজ ইন্সপেক্টর  এর নিকট প্রেরন করা হয়। সংশ্লিষ্ট এলাকার ওয়্যার হাউজ ইন্সপেক্টর আবেদনকারী প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই পূর্বক সরেজমিনে আবেদনকারী প্রতিষ্ঠানের এর ফায়ার সেফটি, ইভাকুয়েশন প্লান ইত্যাদি পরিদর্শনের করেন। ফায়ার ফাইটিং সরঞ্জামাদি স্থাপন, ফায়ার সেফটি ও ইভাকুয়েশন প্ল্যান ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা মোতাবেক সমস্ত শর্তাবলী পূরনের পর বিধি মোতাবেক ওয়্যার হাউজ ইন্সপেক্টর এসেসমেন্ট সম্পন্ন করে নির্ধারিত লাইসেন্স ফি নির্ধারিত কোডে ব্যাংক চালানের মাধ্যমে প্রদান করার অনুমতির জন্য ডিমান্ড নোট ইস্যুর জন্য সংশ্লিষ্ট ডিএডি/এডি/ডিডি বরাবর সুপারিশ করেন। ডিমান্ড নোট পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্ধারিত লাইসেন্স ফি  ০৩ কার্য দিবসের মধ্যে ব্যাংক চালানের মাধ্যমে জমা প্রদান পূর্বক চালানের মূল কপি সংশ্লিষ্ট এলাকার ওয়্যার হাউজ ইন্সপেক্টর এর নিকট প্রেরন করতে হয়।

ডিমান্ড নোটের শর্তাবলী সঠিক ভাবে পূরন করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য ওয়্যার হাউজ ইন্সপেক্টর প্রতিষ্ঠানটি পুনরায় পরিদর্শন করে এবং সমস্ত নির্দেশনাবলী সঠিক পূরন হয়ে থাকলে লাইসেন্স ইস্যুর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়। ডিমান্ড নোটে উল্লেখিত শতাবলী পূরন করলে ওয়ার হাউজ ইন্সপেক্টর লাইসেন্স ফরম পূরন করে উপসহকারী পরিচালক/সহকারী পরিচালক/উপ পরিচালক কর্তৃক লাএসেন্স ইস্যুর কাজ সম্পন্ন করে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে লাইসেন্সটি গ্রাহককের নিকট হস্তান্তর করা হয়।

যদি ওয়ার হাউজ ইন্সপেক্টর প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে লাইসেন্সের শর্তাবলী সঠিক ভাবে বিদ্যমান না পান তবে পুনরায় চিঠি ইস্যু করে শর্তাবলী পূরনের জন্য নির্দেশনা প্রদান করেন এবং সঠিক ভাবে নিদেশনা মোতাবেক শর্তাবলী পুরন করলে প্রতিষ্ঠানটিকে ফায়ার লাইসন্সে প্রদান করা হয়।

আপনি আরও পড়তে পারেন: 

বাংলাদেশের ফায়ার লাইসেন্স ইস্যু ও নবায়ন

Post a Comment

Previous Post Next Post