নির্ধারিত লাইসেন্স নবায়ন ফি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়ার পর চালান ও লাইসেন্স এর মূল কপি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে জমা দিয়ে ডিউটি অফিসারের নিকট হতে জমা রশিদ গ্রহন করেন । ডিউটি অফিসার লাইসেন্স ও চালানের মূল কপি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন এবং সংশ্লিষ্ট এলাকার ওয়ার হাউজ ইন্সপেক্টর এর নিকট ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হতে চালান ও লাইসেন্স এর মূল কপি প্রেরন করা হয়। সংশ্লিষ্ট এলাকার ওয়ার হাউজ ইন্সপেক্টর প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন পূর্বক ফায়ার সেফটি ব্যবস্থা ও আনুষঙ্গিক শর্তাবলী বিদ্যমান আছে কিনা তা নিশ্চিত হবেন। যদি পরিদর্শন করে ওয়ার হাউজ ইন্সপেক্টর প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন পূর্বক লাইসেন্সের শর্তাবলী সন্তোষজনক ভাবে বিদ্যমান তবে লাইসেন্সটি নবায়ন করনে। যদি সংশ্লিষ্ট এলাকার ওয়ার হাউজ ইন্সপেক্টর প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন পূর্বক লাইসেন্সের শর্তাবলী সন্তোষজনক ভাবে বিদ্যমান না থাকে এবং লাইসেন্সটি নবায়ন অযোগ্য বলে মনে করেন। তবে নবায়ন অযোগ্যের কারন উল্লেখ পূর্বক তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বরাবর সঠিক ভাবে বাস্তবায়নের জন্য ১৫দিন সময় প্রদান করে লাইসেন্সটি নবায়ন করার জন্য পত্র জারি করবেন। যদি ওয়ার হাউজ ইন্সপেক্টর প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে রিএসেসমেন্ট এর প্রয়োজন মনে করেন তবে তিনি তা করে লাইসেন্স ফি পুননির্ধারন করে সেমতে ব্যবস্থা গ্রহন পূর্বক লাইসেন্স নবায়ন করেন।
আপনি
আরও পড়তে পারেন: Regulations forissuing fire prevention certificates at electric substations or power stations(বৈদ্যুতিক সাব স্টেশন বা পাওয়ার স্টেশনের অগ্নি প্রতিরোধ সংক্রান্ত ছাড়পত্র প্রদানের নিয়মাবলী)