Parerahat Zamindar House পারেড় হাট জমিদার বাড়ী

জিয়ানগর উপজেলায় পিরোজপুর শহর থেকে ১৮ কিঃমিঃ দূরে জিয়ানগর উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী লালা বাবুর জমিদার বাড়ি অনেক প্রাচীন বাড়ি।শেরে বাংলা একে ফজলুল হকের শাসন আমলে জমির খাজনা আদায় করা হত বাড়িতে।এলাকার শান্তি-শৃংঙ্খলা রক্ষার জন্য প্রতি নিয়ত বিচার ব্যবস্থা করা হত।জমিদারী প্রথা উচ্ছেদ হওয়ার পর থেকে  পাড়েরহাট জমিদারবাড়ী সেই ঝাঁক-ঝমক পূর্ণ দিন গুলো হারিয়ে ফেলে।এখন তার কালের স্বাক্ষী হয়ে নিরব দাড়িয়ে আছে সেই বিশালাকারের পিলার গুলো।

কিভাবে যাওয়া যায়:
জিয়ানগর উপজেলা পরিষদ থেকে রিক্সা যোগে (১০/- ভাড়া) জিয়ানগর কলেজ মোড় যেতে হবে। গাড়ীতে পাড়েরহাট বাস স্ট্যান্ড/ ফাঁড়িরমোড় (১৫/- ভাড়া) যেতে হবে। পুনরায় রিক্সায় পাড়েরহাট বাজার/ জমিদার বাড়ী (১০/-ভাড়া) সেখানে বর্তমানে পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত।

Post a Comment

Previous Post Next Post