Momin Mosque in Mathbariya মঠবাড়িয়ার মমিন মসজিদ


মঠবাড়িয়া উপজেলার সর্ব উত্তর দিকে বুড়িরচর গ্রামে অবস্থিত আকন বাড়ি। দুশো বছরের পুরানো এই ঐতিহ্যবাহী বাড়ির সামনের উঠোনে প্রায় শতবর্ষীয় ঐতিহ্যবাহী মমিন মসজিদ। সম্পূর্ণ কাঠের কারুকাজ দিয়ে তৈরি এই মসজিদটি শিল্পকর্মে এক অপূর্ব নিদর্শন যা ইন্দো-পারসিক আর ইউরোপীয় ধারায় স্থপতির নিজস্ব মৌলিক উৎকর্ষের মিশ্রণে তৈরি এক নতুন স্থাপত্য। শিল্পকর্ম হিসেবে মসজিদটি বাংলাদেশে অদ্বিতীয়। তাই এটি সংরক্ষণের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১৭ এপ্রিল ২০০৩ তারিখের প্রজ্ঞাপনমূলেসংরক্ষিত প্রত্ন সম্পদহিসেবে স্বীকৃতি প্রদান করে তাদের তালিকাভুক্ত করেছে।

কিভাবে যাওয়া যায়:
মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে T&T রোড হয়ে 2 k.m. দূরে। রিক্সা যোগে ২০/- ভাড়া।

Post a Comment

Previous Post Next Post