Baleeshwar Ghat Martyr Monument বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভ




পিরোজপুর শহরের পশ্চিম পার্শ্বে বলেশ্বর নদীর তীরে ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে পিরোজপুরের অদূরে চালিতাখালী গ্রাম থেকে এক দড়িতে ধরে আনা হয় মোসলেম আলী শেখ, আব্দুর রহমান সরদার, খাউলবুনিয়ার আব্দুল গফ্ফার মাস্টার, জলিল হাওলাদার, জুজখোলার শতীষ মাঝি এবং শামছু ফরাজীসহ ১২ জন হতভাগ্যকে একসাথে বলেশ্বরের বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করা হয়।

কিভাবে যাওয়া যায়:
পিরোজপুর শহর থেকে রিক্সা যোগে যাওয়া যাই (১০-১৫ /- ভাড়া) ।

Post a Comment

Previous Post Next Post