বালাদেশের
অন্যতম ও সিলেট জেলার
বিখ্যাত এবং কানাইঘাট উপজেলার শ্রেষ্ট পাথর কোয়ারী হচ্ছে লোভা পাথর কোয়ারী। ভারতীয় টিলা থেকে উৎপন্ন সুরমা নদীর শাখা নদী হচ্ছে লোভা নদী। এ নদী থেকে
প্রতিদিন পাথর উত্তোলন করে হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করছে। এছাড়া এখানকার পাথর দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে দালান-কোঠা নির্মাণ করা হচ্ছে।
কিভাবে যাওয়া
যায়:
সিলেট
থেকে প্রথমে ৪০ টাকার বাস
ভাড়া দিয়ে কানাইঘাট উপজেলা সদর আসতে হবে। তারপর নৌকা ঘাটে এসে ইঞ্জিন নৌকার মাধ্যমে ২৫ টাকার ভাড়া
দিয়ে আপনি লোভাছড়া পাথর কোয়ারী পৌঁছাতে পারবেন।