The old Jama Masjid at Sonatla সোনাতলা পুরাতন জামে মসজিদ


১৯৪৮ সালে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি এই মসজিটি নির্মাণ করেণ। এটি প্রাচীন নিদর্শণ এর মধ্যে একটি তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদটি আজও পূর্বের অবস্তানে অটল রয়েছে। ১৫০ বছর পুরোনো মসজিদটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

কিভাবে যাওয়া যায়:
সিলেট আম্বর খানা থেকে সিএনজি তে তেমুখি এসে সোনাতলার সিএনজি তে পুনরায় উঠে আসলে এই মসজিদ টি পাওয়া যায়। থেমুখি-শিবের বাজার রাস্তার মধ্যে এটি অবস্থিত।

Post a Comment

Previous Post Next Post