১৯৪৮
সালে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি এই মসজিটি নির্মাণ
করেণ। এটি প্রাচীন নিদর্শণ এর মধ্যে একটি
। তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদটি আজও পূর্বের অবস্তানে অটল রয়েছে। ১৫০ বছর পুরোনো মসজিদটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
কিভাবে যাওয়া
যায়:
সিলেট
আম্বর খানা থেকে সিএনজি তে তেমুখি এসে
সোনাতলার সিএনজি তে পুনরায় উঠে
আসলে এই মসজিদ টি
পাওয়া যায়। থেমুখি-শিবের বাজার রাস্তার মধ্যে এটি অবস্থিত।