Swarupkathi's guava garden স্বরুপকাঠীর পেয়ারা বাগান





বাংলার আপেল খ্যাত পিরোজপুরের স্বরুপকাঠীর পেয়ারা এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেরফতানী করছে। পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার আটঘড়,কুড়িয়ানায় প্রথমে সখের বসে পেয়ারা চাষ শুরু করেন কয়েকজন চাষী। আজ এর পরিধি দেশ থেকে  দেশান্তরে ছড়িয়ে পরবে কথা স্বপ্নেও কেউ ভাবেনি। বর্তমানে শত শত কৃষক তাদের  জমি পেয়ারা চাষের জন্য উপযুক্ত মনে করেন। সেভাবেই তারা পেয়ারা চাষে ঝুকছেন। উপজেলার সর্বত্রই এখন পেয়ারা চাষ হয়।সারা দেশের চাহিদা মেটাতো এক সময়, আর এখন দেশের বাহিরেও রফতানী হচ্ছে বাংলার আপেল খ্যাত স্বরুপকাঠীর পেয়ারা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকার ভাসমান বাজারে পেয়ারা বেচাকেনা চলে। সকাল হলেই ডিঙি নৌকায় বাগানে ছুটে আসেন চাষিরা। বাগান থেকে নৌকায় ভরে পেয়ারা ওই ভাসমান বাজারের পাইকারদের কাছে বিক্রি করা হয়।

কিভাবে যাওয়া যায়:
নেছারাবাদ উপজেলা থেকে . কি.মি দূরে আটঘড় কুড়িয়ানা ইউনিয়নে যেতে হবে মোটরসাইকেলে (৩০/- ভাড়া)

Post a Comment

Previous Post Next Post