প্রায়
২৫ একর এলাকা জুড়ে দালাল বাজার সংলগ্ন খোয়া সাগর দিঘী। কুয়াশাকে স্থানীয় ভাষায় ‘খোয়া’ বলা হয়। দিঘীর বিরাট দৈর্ঘ্য-প্রস্থের ফলে এক প্রান্ত দাঁড়িয়ে
অন্য প্রান্তে কুয়াশাময় মনে হত বলে এ
দিঘীর নাম খোয়া সাগর দিঘী। আনুমানিক ১৭৫৫ সালে জমিদার ব্রজ বলভ রায়
মানুষের পানীয় জল সংরক্ষণে এ
দিঘীটি খনন করেন। এ দিঘী নিয়ে
বহু উপ কথা ছড়িয়ে
আছে।
কিভাবে যাওয়া
যায়:
লক্ষ্মীপুর
বাস ষ্টেন্ড থেকে সি এন জি
যোগে যাওয়া যায়। রায়পুর বাস ষ্টেন্ড থেকে সি এন জি
যোগে যাওয়া যায়।