Mataka Mosque মটকা মসজিদ
মটকার
মতো দেখতে এক বিশালাকার গম্বুজ
মাথায় নিয়ে ১২০৬ সনে জনৈক দুলুভ বানু দানকৃত
অর্থে মজুপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় মটকা মসজিদ।
মসজিদের ভেতরে লতা-পাতার কারুকাজ সে সময়ের গ্রাম্য
স্থাপত্যের শৈল্পিক দৃষ্টিভঙ্গির বিশেষত্বকে স্মরণ করিয়ে দেয়।
কিভাবে যাওয়া
যায়:
লক্ষ্মীপুর
বাস ষ্টেন্ড থেকে সি এন জি
অথবা রিক্স যোগে যাওয়া যায়।