The Mosque of Jinn জ্বীনের মসজিদ
দিল্লীর
জামে মসজিদের নমুনায় প্রায় ২০০ বছর পূর্বে রায়পুরের ঐতিহাসিক জ্বীনের মসজিদ স্থাপিত হয়। অতি স্বল্প সময়ে একটি বিশেষ ডিজাইনের এ মসজিদটি নির্মাণের
ফলে এটিকে জ্বীনের মসজিদ বলা হয়। শুধু তাই নয়, এ সময়ের মধ্যে
সামনে দিঘী ও পাশে দিঘী
কাটা, ইট তৈরী সাধ্যের
অতীত ছিল। তিন গম্বুজ বিশিষ্ট সু-উচ্চ প্রাচীর
নির্মিত মসজিদটি নীচে দক্ষিনাংশে অন্ধকার বিরাট প্রকোষ্ট রয়েছে। যাতে সারা বছর কালো পানি থাকে। দিলী জামে মসজিদের
নমুনায় নির্মিত জ্বীনের মসজিদটি সংরক্ষণ করা হলো স্থাপত্য নিদর্শন সুরক্ষিত হবে।
কিভাবে যাওয়া
যায়:
লক্ষ্মীপুর
বাস ষ্টেন্ড থেকে সি এন জি
অথবা বাস যোগে যাওয়া যায়। রায়পুর বাস ষ্টেন্ড থেকে সি এন জি
যোগে যাওয়া যায়।