এজাহার কি? এজাহার দায়ের করার পদ্ধতি এবং এজাহারের নমুনা

এজাহার কি? এজাহার দায়ের করার পদ্ধতি এবং এজাহারের নমুনা


এজাহার ফরম PDF,  এজাহারের বৈশিষ্ট্য,  এজাহার কাকে বলে,  এজাহার ফরম ফিলাপ,  এজাহার কত প্রকার,  এজাহারের সাক্ষ্যগত মূল্য,  মামলার এজাহার,  মামলা লেখার নিয়ম,


অপরাধীর শাস্তি দাবী করে বা আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে থানায় সরাসরি অপরাধের সংবাদ লিপিবদ্ধ করাকে এজাহার বলে ৷ যা FIR নামেও পরিচিত।
এজাহার বা FIR হলো First Information Report বাংলায় প্রাথমিক তথ্য বিবরণী ।এ বিবরণটা প্রথম দেয়া হয় বলে এজাহার কে প্রাথমিক তথ্য বিবরণী বলে।
এজাহার লিখিত এবং মৌখিক উভয় উপায়ে দেওয়া যেতে পারে। থানায় বা আদালতে এজাহার দেওয়া যেতে পারে। পুলিশ মামলা না নিলে আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা করা যাবে।

এজাহার দায়ের করার পদ্ধতিঃ
ফৌজদারী কার্যবিধি ১৫৪ ধারা অনুসারে আমলাযোগ্য অপরাধের সংবাদ পাওয়া গেলে তা নির্ধারিত ফরম অনুসারে রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে৷
আমলাযোগ্য অপরাধের সংবাদ মৌখিকভাবে দেয়া হলে তা লিপিবদ্ধ করে সংবাদ দাতাকে পাঠ করে শুনাতে হবে এবং তাতে তার স্বাক্ষর নিতে হবে।

নিচে এজাহার কিছু নমুনা কপি দেওয়া হল-

নমুনা -১ (থানায় এজাহার করার নমুনা বা ফরম্যাট)


বরাবর,
অফিসার ইনচার্জ
ফেনী মডেল থানা
ফেনী।


বিষয়ঃ এজাহার। 
জনাব,
      বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ...............পিতাঃ .............., মাতাঃ ............,  
স্থায়ী ঠিকানাঃ গ্রাম/রাস্তা- ............, ডাকঘর- ..........., জেলা- ...........। বর্তমান ঠিকানাঃ গ্রাম- .............., ইউনিয়ন- .............., ফেনী। 
      আপনার থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, বাংলাদেশ ও জার্মান সরকারের অর্থায়নে ফেনী জেলার ফেনী সদর থানার পাঁচগাছিয়া ইউনিয়নে বৈদ্যুতিক নতুন সাব-স্টেশন নির্মাণ প্রকল্পের কাজ চলমান। আমি বর্তমানে অত্র প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানির নাম এর উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ....... ইঞ্জিনিয়ারিং লিমিটেডে কর্মরত থেকে অত্র প্রকল্প বাস্তবায়নে সহকারী প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছি। প্রকল্পের কাজ বাস্তবায়ন কালীন সময়ে বিভিন্ন তারিখ ও সময়ে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, চাঁদাবাজরা আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাদের নিকট চাঁদা দাবি করে আসছে। চাঁদাবাজদের অত্যাচার এবং উৎপাতে আমরা প্রকল্পের কাজ বন্ধ রেখেছিলাম। পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার ও আপনি আমাদেরকে আশ্বস্ত করার প্রেক্ষিতে গত ০১/০৭/২০২১ইং তারিখ থেকে আমরা পুনঃরায় প্রকল্পের কাজ শুরু করি। পুনঃরায় কাজ শুরু করার জন্য গত ২৮/০৬/২০২১ইং তারিখে আমাদের প্রকপ্লে চেইন ডুজার মেশিন পাঠিয়েছিল। প্রকল্পের কাজ শুরু করার পরেই চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎপাত বেড়ে যায় ও কাজ বন্ধ রাখার জন্য হুমকি প্রদান করে। গত ০৪/০৭/২০২১ইং তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় ঐসকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, চাঁদাবাজরা আমাদের প্রকল্পের মেশিন চেইন ডুজারের ব্যাটারি, ডায়নামা ও মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায় - যার মূল্য অনুমান ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। 
      প্রকল্প এলাকায় ও সাইড অফিসে বিভিন্ন তারিখ ও সময়ে সংঘটিত অপরাধসমূহের বিষয়ে লিখিত অভিযোগ আপনার দপ্তরে জমা দেয়া হয়েছিল।
      দুষ্কৃতিকারী ও অপরাধীদের সঠিক নাম ঠিকানা সংগ্রহ করে এবং সাক্ষীদের সঠিক নাম ঠিকানা চাহিদামত তদন্তকারী কর্মকর্তার নিকট জমা প্রদান করিব।
      অত্র প্রকল্পটি বিদেশি প্রকৌশলীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে- উন্নয়ন সহযোগী দেশী প্রকৌশলী ও দক্ষ জনশক্তির সমন্বয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিদেশি প্রকৌশলী - উন্নয়ন সহযোগী প্রকৌশলী, দক্ষ জনশক্তি, কর্মকর্তা-কর্মচারীদের জান-মালের ও প্রকল্প এলাকায় রক্ষিত মেশিনারিজ- মালামালের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের কর্তব্য।
      আমি আমার কোম্পানির উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করিয়া এজাহার দায়ের করতে সামান্য বিলম্ব হইল।
      উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়। 


(নাম..............)
সহকারি প্রকল্প ব্যবস্থাপক 
ঠিকানাঃ
তারিখঃ ০৫/০৭/২০২১ইং
মোবাইলঃ ০১৭০০০০০০০

এজাহার বা FIR করার ফরম্যাট বা নমুনা Word File Download

Download


এজাহার বা FIR করার ফরম্যাট বা নমুনা | Format of FIR (First Information Report)

Post a Comment

Previous Post Next Post