DGDA Job Circular 2021

Directorate General of Drug Administration (DGDA) Job Circular 2021 || ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১




ঔষধ প্রশাসন অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ীভাবে ১টি পদে মোট ৪৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এ পদে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে ওই পদের জন্য আবেদন আজ শুরু। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
অফিস সহায়ক–৪৭
আবেদনের যোগ্যতা 

অফিস সহায়ক পদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স
গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু হয় বাংলাদেশে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেয় সরকার। গত বছর ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদন ফি:
ঔষধ প্রশাসন অধিদপ্তরে চাকরি, আবেদন ফি ৫৬ টাকা

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dgda.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post