কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে চাকরি
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল সম্প্রতি ৭টি শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর – ০২
২. উচ্চমান সহকারী - ১
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর - ০২
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০১
৫. রেকর্ড কিপার - ০১
৬. পেশকার - ০৩
৭. পরীচ্ছন্নতাকর্মী - ০১
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরিতে আবেদনের বয়স
প্রার্থীর বয়স গত বছরের ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://cevt.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
Follow Us:
◼ Email Notifications: Follow
◼ Facebook Page: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ Facebook Group: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ YouTube: Owners Solutions
Tags:
Career Opportunity