Dhaka Power Distribution Company Limited (DPDC) Recruitment Circular || ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি) নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) এক্সিকিউটিভ ডিরেক্টর পদে একজন নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে তিন বছরের জন্য এই পদে লোক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রথম বছর প্রবেশন পিরিয়ড। আর কাজের মূল্যায়নের ভিত্তিতে পরের তিন বছরের জন্য চুক্তি হবে।
এক্সিকিউটিভ ডিরেক্টর পদের আবেদনের বিস্তারিত জানা যাবে www.dpdc.org.bd ওয়েবসাইটে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ বিতরণ কোম্পানি। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০০৫ সালের ২৫ অক্টোবর কোম্পানি আইন ১৯৯৪–এর অধীন গঠিত হয়, যার অনুমোদিত শেয়ার ১০ হাজার কোটি, যা ১০০ কোটি ১০০ টাকা দামের সাধারণ শেয়ারে বিভক্ত।
২০০৫ সালের ২৫ অক্টোবর ডিপিডিসি ব্যবসা আরম্ভ করার অনুমতি লাভ করে এবং অপারেশন শুরু করে ২০০৭ সালের ১৪ মে। ডেসা থেকে সব সম্পদ ও দায়দায়িত্ব গ্রহণ করে ১ জুলাই ২০০৮ সালে কোম্পানি বাণিজ্যিকভাবে অপারেশন শুরু করে। ডিপিডিসি ৬ লাখ ৫৫ হাজার ৯০৮ জন গ্রাহক নিয়ে তার অপারেশন শুরু করে এবং বর্তমানে গ্রাহক ১৪ লাখ ৪ হাজার ৬১৩ জনে (সেপ্টেম্বর ২০২০) পৌঁছেছে।
প্রচলিত আইনের কাঠামোর মধ্যে ডিপিডিসির সামগ্রিক পরিচালনার জন্য চূড়ান্ত কর্তৃপক্ষ হলো পরিচালনা পর্ষদ। সরকার কর্তৃক মনোনীত ১২ জন পরিচালক দ্বারা বোর্ড গঠিত। পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী, ডিপিডিসির কৌশলগত ফাংশন একটি ব্যবস্থাপনা দল দ্বারা পরিচালিত হয়, যার প্রধান হলেন ব্যবস্থাপনা পরিচালক ও পাঁচ নির্বাহী পরিচালক—যথাক্রমে নির্বাহী পরিচালক (অপারেশন), নির্বাহী পরিচালক (প্রকৌশল), নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট), নির্বাহী পরিচালক (ফাইন্যান্স) ও নির্বাহী পরিচালক (অ্যাডমিন অ্যান্ড এইচআর)।
Dhaka Power Distribution Company Limited (DPDC) Recruitment Circular PDF File|| ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি) নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল
আরও দেখুনঃ সরকারী চাকরীর আবেদন ফরম
চাকুরির তথ্য সবার আগে পেতে আমাদের পেইজের সাথে যুক্ত হতে পারেন Recruitment Circular-নিয়োগ বিজ্ঞপ্তি পেইজ এছাড়া আমাদের ফেসবুক গ্রুপের সদস্য হিসেবেও জয়েন করুন Recruitment Circular-নিয়োগ বিজ্ঞপ্তি গ্রুপ
Tags:
Career Opportunity