Bangladesh Rural Electrification Board Recruitment Circular || বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

Bangladesh Rural Electrification Board Recruitment Circular || বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 


Bangladesh Rural Electrification Board Recruitment Circular || বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকৌশলী নিয়োগের এ বিজ্ঞপ্তি গত মঙ্গলবার প্রকাশ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।


পদের নামঃ

সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি)


পদসংখ্যাঃ

৮৩টি (পদ কমবেশি হতে পারে)


যোগ্যতাঃ

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী। ডিপ্লোমা পর্যায়ে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ৩.০০ এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। অটোক্যাড ও কম্পিউটার ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে।


বেতনঃ

প্রবেশনকালীন মাসিক নির্ধারিত বেতন ২৯ হাজার ৬০০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি দেওয়া হবে। প্রবেশন শেষে বেতনকাঠামো ২০১৬ অনুযায়ী ৩০ হাজার ৭৯০ টাকা স্কেলে বেতন ও নিয়মানুযায়ী সুবিধাদি দেওয়া হবে।


আবেদনের নিয়মঃ

অনলাইনে http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আগামী বছরের ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।


Bangladesh Rural Electrification Board Recruitment Circular PDF File || বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল 

Bangladesh Rural Electrification Board Recruitment Circular PDF File || বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল



চাকুরির তথ্য সবার আগে পেতে আমাদের পেইজের সাথে যুক্ত হতে পারেন Recruitment Circular-নিয়োগ বিজ্ঞপ্তি পেইজ  এছাড়া আমাদের ফেসবুক গ্রুপের সদস্য হিসেবেও জয়েন করুন Recruitment Circular-নিয়োগ বিজ্ঞপ্তি গ্রুপ


আরও দেখুনঃ www.reb.gov.bd job circular 2020, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯, পল্লী বিদ্যুৎ লাইনম্যান নিয়োগ, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুৎ কি সরকারি, পল্লী বিদ্যুৎ আবেদন, Palli unnayan board job circular 2019, brebr.teletalk.com bd,

Post a Comment

Previous Post Next Post