এবিসি লাইসেন্স এর খ গ্রুপ এর কমন প্রশ্নসমূহ।
১. মোটর কি?
মোটর প্রধানত কত প্রকার ও কি কি?
২. মোটর কানেকশান করতে পারেন?
কি কি কানেকশান পারেন?
৩. সিঙ্গেল ফেজ মোটর স্বয়ং নিজে চালু হতে পারে না কেন?
৪. স্টার-ডেল্টা কানেকশান করতে পারবেন?
কন্টেল ডায়াগ্রাম অংকন করে দেখান।
৫. স্টার-ডেল্টা কানেকশানে ডেল্টাতে যাওয়ার পর টাইমার খুলে ফেললে কি মোটর চলবে?
৬. DB, SDB, MDB ওয়ারিং করতে পারেন?
৭. ভোল্ট মিটার ও অ্যাম্পিয়ার মিটার কানেকশান করতে পারবেন?
কোনটা কিভাবে কানেকশান হয়।
৮. C.T কি?
এটির কাজ কি?
৯. P.T কি?
এটির কাজ কি?
১০. C.T ও
P.T কানেকশান কানেকশান করতে পারবেন?
১১. PFI Panel এ কি কি থাকে?
ওয়ারিং করতে পারবেন?
১২. PFI কেন ব্যবহার করা হয়?
PFI Panel এ কি ধরনের ফিউজ ব্যবহার করা হয়।
১৩. LT ও
HT Panel এ কি কি থাকে
? ওয়ারিং করতে পারবেন?
১৪. একটি
DB/SDB Panel এর SLD আকঁতে পারবেন?
১৫. MCBও
MCCB এর অর্থ কি?
১৬. DoL Starter কেন ব্যবহার করা হয়?
কানেকশান করতে পারবেন?
করে দেখান?
১৭. মোটরের রেটিং কেন
KVA তে না করে
KW এ করা হয়?
১৮. Inverter কেন ব্যবহার করা হয়?
১৯. মোটরের সাথে
Inverter কানেকশান করতে পারবেন?
২০. মেগার সাহায্যে কিভাবে মোটরের ইনসুলেশান রেজিষ্ট্যান্স পরিমাপ করা হয়?
Watch Video ABC License
Question Bangladesh B | এবিসি লাইসেন্স এর
খ
গ্রুপ
এর
কমন
প্রশ্নসমূহ
Follow Us:
◼ Email Notifications: Follow
◼ Facebook Page: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ Facebook Group: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ YouTube: Owners Solutions
Tags:
ABC License