১. হাউজ ওয়্যারিং কাকে বলে?
কত প্রকার ও কি কি?
২. বাসাবাড়িতে সাধারনত কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়।
৩. হাউজ ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয় এমন কিছু হ্যান্ড টুলস এর নাম বল।
৪. হাউজ ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয় এমন কিছু তারের নাম/সাইজ ও কারেন্ট বহন ক্ষমতা বল।
৫. হাউজ ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয় এমন কিছ সুইচ এর নাম বল।
৬. টিউব লাইট কানেকশান ডায়াগ্রাম আঁকতে পারবে।
৭. টু ওয়ে সুইচ কানেকশান ডায়াগ্রাম আঁকতে পারবে।
৮. টিউব লাইটে স্টাটার ব্যবহার কেন করা হয়
? না করলে কি হবে?
৯. সিলিং ফ্যান কয়টি কয়েল থাকে?
কেন ক্যাপাসিটর ব্যবহার করা হয়?
১০. সিলিং ফ্যানে কি ধরনের মটর ব্যবহার করা হয়?
১১. লোড ক্যালকুলেশান করতে পারেন?
কিভাবে করে?
১২. লোড অনুসারে ক্যাবল ও সার্কিট ব্রেকার সিলেকশান করতে পারবেন?
১৩. মেইন সুইচ ও এনার্জি মিটার কানেকশান করতে পরবেন বা ডায়াগ্রাম আকঁতে পারবেন?
১৪. মেইন সুইচে নিউটাল তার কোথায় সংযোগ করবেন?
১৫. ৩ পিন প্লাগের একটি পিন সাধারনত মোটা ও লম্বা হয় কেন?
১৬. একটি সুইচ বোডে সর্বোচচ কত ওয়াট বা কয়টি পয়েন্ট থাকতে পারে।
১৭. বাসাবাড়িতে সাধারনত কি কি ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
১৮. কয়টি ফিউজ এর নাম বল এবং কোথায় ব্যবহার হয়?
১৯. আর্থিং কাহাকে বলে?
কেন করা হয়?
২০. বাসাবাড়িতে আর্থিং রেজিষ্টেন্স সাধারনত কত হওয়া উচিৎ?
২১. মেগার কি
? এটি কি কাজে ব্যবহার করা হয়?
এটি কিভাবে কাজ করে।
ABC License Question bangladesh ''C'
Follow Us:
◼ Email Notifications: Follow
◼ Facebook Page: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ Facebook Group: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ YouTube: Owners Solutions
Tags:
ABC License