E-Passport
E-Passport
Fee Bangladesh (ই-পাসপোর্ট
ফি
বাংলাদেশ)
ই-পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সময়ে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে। পাসপোর্ট ফি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। বাংলাদেশস্থ পাসপোর্ট অফিসের আবেদন দাখিলের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করা যাবে।
অনলাইন পেমেন্ট ছাড়াও ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে নির্ধারিত ফি জমা দেওয়া যাবে
ক) বাংলাদেশে আবেদনকারীদের জন্য ই-পাসপোর্ট ফি
খ) বিদেশে বাংলাদেশ দুতাবাসে সাধারণ আবেদনকারীদের জন্য ই-পাসপোর্ট ফি
গ) বিদেশে বাংলাদেশ দুতাবাসে শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ই-পাসপোর্ট ফি
ই-পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সময়ে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে। পাসপোর্ট ফি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। বাংলাদেশস্থ পাসপোর্ট অফিসের আবেদন দাখিলের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করা যাবে।
অনলাইন পেমেন্ট ছাড়াও ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে নির্ধারিত ফি জমা দেওয়া যাবে
ক) বাংলাদেশে আবেদনকারীদের জন্য ই-পাসপোর্ট ফি
পৃষ্ঠা সংখ্যা | মেয়াদ |
বিতরণের
ধরন
|
||
সাধারণ | জরুরি | অতীব জরুরি | ||
৪৮ পৃষ্ঠা | ০৫ বছর | ৩৫০০ টাকা (BDT) | ৫৫০ টাকা (BDT) | ৭৫০০ টাকা (BDT) |
১০ বছর | ৫০০০ টাকা (BDT) | ৭০০০ টাকা (BDT) | ৯০০০ টাকা (BDT) | |
৬৪ পৃষ্ঠা | ০৫ বছর | ৫৫০০ টাকা (BDT) | ৭৫০০ টাকা (BDT) | ১০৫০০ টাকা (BDT) |
১০ বছর | ৭০০০ টাকা (BDT) | ৯০০০ টাকা (BDT) | ১২০০০ টাকা (BDT) |
খ) বিদেশে বাংলাদেশ দুতাবাসে সাধারণ আবেদনকারীদের জন্য ই-পাসপোর্ট ফি
পৃষ্ঠা সংখ্যা | মেয়াদ |
বিতরণের
ধরন
|
|
সাধারণ | জরুরি | ||
৪৮ পৃষ্ঠা | ০৫ বছর | ১০০ ইউএসডি (USD) | ১৫০ ইউএসডি (USD) |
১০ বছর | ১২৫ ইউএসডি (USD) | ১৭৫ ইউএসডি (USD) | |
৬৪ পৃষ্ঠা | ০৫ বছর | ১৫০ ইউএসডি (USD) | ২০০ ইউএসডি (USD) |
১০ বছর | ১৭৫ ইউএসডি (USD) | ২২৫ ইউএসডি (USD) |
গ) বিদেশে বাংলাদেশ দুতাবাসে শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ই-পাসপোর্ট ফি
পৃষ্ঠা সংখ্যা | মেয়াদ |
বিতরণের
ধরন
|
|
সাধারণ | জরুরি | ||
৪৮ পৃষ্ঠা | ০৫ বছর | ৩০ ইউএসডি (USD) | ৪৫ ইউএসডি (USD) |
১০ বছর | ৫০ ইউএসডি (USD) | ৭৫ ইউএসডি (USD) | |
৬৪ পৃষ্ঠা | ০৫ বছর | ১৫০ ইউএসডি (USD) | ২০০ ইউএসডি (USD) |
১০ বছর | ১৭৫ ইউএসডি (USD) | ২২৫ ইউএসডি (USD) |
You Can Read Also: Bangladesh E-Passport Online Application (বাংলাদেশ ই-পাসপোর্ট অনলাইন আবেদন)
You Can Read Also: Bangladesh Police Clearance Certificate Terms and Conditions
Tags:
Passport