বিশ্রাম বা আহারের জন্য বিরতি বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯


বিশ্রাম বা আহারের জন্য বিরতি বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯



৩৯   কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিক-


()   দৈনিক (ছয়) ঘণ্টার অধিক কাজ করিতে বাধ্য থাকিবেন না, যদি না উক্ত দিনে তাহাকে বিশ্রাম বা আহারের জন্য (এক) ঘণ্টা বিরতি দেওয়া হয়;


()   দৈনিক (পাঁচ) ঘণ্টার অধিক কাজ করিতে বাধ্য থাকিবেন না, যদি না উক্ত দিনে তাহাকে বিশ্রাম বা আহারের জন্য ৩০ (ত্রিশ) মিনিট বিরতি দেওয়া হয়; অথবা


()    দৈনিক (আট) ঘণ্টার অধিক কাজ করিতে বাধ্য থাকিবেন না, যদি না উক্ত দিনে তাহাকে বিশ্রাম বা আহারের জন্য দফা () এর অধীন একটি বিরতি অথবা দফা () এর অধীন দুইটি বিরতি দেওয়া হয়

Post a Comment

Previous Post Next Post