(১)
মূসক এমন একটি পরোক্ষ কর যা ভোক্তা
নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে সরকারকে পরিশোধ করেন।
(২)
সরবরাহের ওপর প্রদেয় করের বিপরীতে উপকরণ কর সমন্বয় করে
সরবরাহের প্রতিটি মূল্যস্তরের প্রকৃত সংযোজনের ওপর আরোপিত কর-ই ঐ
স্তরের মূল্য সংযোজন কর বা মূসক।
(৩)
করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের ওপর মূসক আরোপিত হয়। আইনের প্রথম তফসিলে বর্ণিত অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা ব্যতীত
সকল আমদানি ও সরবরাহের ওপর
মূসক আরোপিত হবে।
(৪)
মূসক ব্যবস্থা হচ্ছে সরবরাহের বা বিক্রয়ের বিপরীতে
স্বয়ংক্রিয়ভাবে উপকরণ কর রেয়াত ভিত্তিক কর ব্যবস্থা।
(৫)
বিক্রেতা ক্রেতার নিকট হতে প্রাপ্ত মূল্যের মধ্যেই মূসক আদায় করে ক্রয়স্তরের মূসক রেয়াত নিয়ে নীট মূসক সরকারি কোষাগারে জমা করে থাকেন।
(৬)
মূল্য সংযোজন কর ভোক্তা কর
হওয়ায় পণ্য বা সেবার ওপর
প্রযোজ্য সমুদয় মূল্য সংযোজন কর ভোক্তাই পরিশোধ
করবেন। মধ্যবর্তী প্রক্রিয়া হিসেবে উৎপাদনকারী, সরবরাহকারী সবাই প্রত্যেকটি ধাপে বিক্রয়স্তরে সরকারের পক্ষে মূসক আদায় করে সরকারি কোষাগারে জমা দেবেন।
(৭)
বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই মূল্য
সংযোজন কর চালু হয়।
২০১৭ সালের ১ জুলাই হতে
নতুন ভ্যাট আইন চালু হবে।
(৮)
মূসকের আদর্শ হার ১৫%। আমদানি
ও সরবরাহের ক্ষেত্রে মূসকের হার ১৫% এবং রপ্তানির ক্ষেত্রে মূসকের হার ০% প্রযোজ্য।
(৯)
১৯৯১ সনের মূসক ব্যবস্থার আওতায় মূল্য সংযোজনের করের আদর্শহার ১৫%। সর্বশেষ
অর্থবছর (২০১৫-১৬) এর বাজেট অনুযায়ী
আদর্শহার ব্যতীত কতিপয় সেবার ক্ষেত্রে সংকুচিত ভিত্তিমূল্য-ভিত্তিক ১০টি নিম্নতর হার বিদ্যমান আছে। যথা: ১.৫%, ২%,
২.৫%, ৪%, ৫%, ৫.৫%, ৬%,
৭.৫%, ৯% এবং ১০%।
(১০)
নতুন মূসক ব্যবস্থায় নিবন্ধন সীমা ৮০ লক্ষ টাকা
এবং তালিকাভুক্তির সীমা ৩০ লক্ষ টাকা।
(১১)
আইনের প্রথম তফসিলে বর্ণিত পণ্য বা সেবার ব্যবসায়ে
মূসকের বাধ্যবাধকতা উদ্ভব হবে না।
(১২)
মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য
(ক)
মূসক একটি পরোক্ষ কর ব্যবস্থা। ব্যবসায়ী
আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করলেও তা প্রকৃত পক্ষে
ভোক্তা কর্তৃক পরিশোধিত হয়।
(খ)
ইহা একটি ভোগভিত্তিক কর ব্যবস্থা। তিনি
যখনই কোনো ব্যয় করবেন, তখনই তার ওপর মূসক আরোপিত হবে।
(গ)
একক হার বিশিষ্ট কর। সরবরাহ মূল্যের মধ্যে ১৫% মূসক অর্ন্তভুক্ত থাকে।
(ঘ)
এটি একটি চালানভিত্তিক কর ব্যবস্থা। করযোগ্য
সরবরাহের সময় মূসক চালান ইস্যু করতে হয়।
(ঙ)
বিস্তৃত রেয়াত সুবিধা। নিবন্ধিত ব্যক্তি তার ক্রয়ের বিপরীতে পরিশোধিত কর বিক্রয়ের সময়
আদায়কৃত মূসক হতে রেয়াত গ্রহণ করে করভার পরবর্তী ক্রেতার ওপর ন্যাস্ত করে।
(চ)
সরাসরি ও প্রচ্ছন্ন - সবধরণের
রপ্তানি শূন্য হার বিশিষ্ট।
(ছ)
প্রদেয় করের চেয়ে রেয়াত বেশি হলে তা ফেরত পাওয়া
যায়।
(জ)
মূসক একটি হিসাব-ভিত্তিক কর ব্যবস্থা। ব্যবসায়ের
হিসাবের মধ্যেই মূসকের হিসাব রাখতে হয়।
(ঝ)
মূসক একটি স্ব-নির্ধারণী কর ব্যবস্থা। করদাতা
নিজেই তার করদায়িতা নিরূপণ, হিসাবরক্ষণ ও কর পরিশোধ
করেন।
(ঞ)
মূসক একটি অডিট নির্ভর কর ব্যবস্থা। কর
কর্মকর্তাদের প্রধান কাজ হয় অডিটের মাধ্যমে
করদাতার করদায়িতায় ত্রুটি থাকলে তা নির্ধারণ করা।
(১৩)
নতুন মূসক আইনের আওতায় কর বলতে মূসক,
টার্নওভার কর ও সম্পূরক
শুল্ক এবং বকেয়া আদায়ের উদ্দেশ্যে সুদ, জরিমানা ও অর্থদ-কে
বোঝাবে।
(১৪)
ক্রয়ের সময় বিক্রেতার নিকট হতে ক্রয় চালান বুঝে নেওয়াই একজন ভোক্তার দায়িত্ব। কেননা তিনি যদি ঠিকমতো মূসক চালান বুঝে নেন তাহলে এই চালানে অন্তর্ভুক্ত
মূসক সরকারি কোষাগারে যথাযথভাবে জমা নিশ্চিত করা যাবে।
(১৫)
"অর্থনৈতিক কার্যক্রম" অর্থ পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি
সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোন কার্যক্রম; এবং
(ক)
নিম্নবর্ণিত কার্যক্রমও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:―
(অ)
কোন ব্যবসা পেশা, বৃত্তি, জীবিকা উপার্জনের উপায়, পণ্য প্রস্তুত বা কোন ধরনের
উদ্যোগ (undertaking) মুনাফার লক্ষ্যে কার্যক্রমটি পরিচালিত হউক বা না হউক;
(আ)
লিজ, লাইসেন্স বা অনুরূপ উপায়ে
কোন পণ্য, সেবা বা সম্পত্তি সরবরাহ;
(ই)
কেবল একবারের জন্য পরিচালিত কোন বাণিজ্যিক কার্যক্রম বা উদ্যোগ; বা
(ঈ)
উক্ত কার্যক্রমের প্রারম্ভে বা শেষে সম্পাদিত
কোন কার্য; তবে―
(খ)
নিম্নবর্ণিত কার্যক্রম উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:―
(অ)
কর্মচারী কর্তৃক তাহার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা;
(আ)
কোম্পানীর কোন পরিচালক কর্তৃক প্রদত্ত কোন সেবা:
তবে,
যেক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার ব্যবসা পরিচালনার নিমিত্ত উক্ত পরিচালকের পদ গ্রহণ করেন,
সেইক্ষেত্রে তৎকর্তৃক প্রদত্ত সেবা অর্থনৈতিক কার্যক্রম হইবে;
(ই)
বাণিজ্যিকভাবে পরিচালিত নয় এমন কোন
বিনোদনমূলক কাজ বা শখ;
(ঈ)
বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত, সরকার কর্তৃক পরিচালিত নির্ধারিত কোন কার্যক্রম;
(৮)
"আগাম কর" অর্থ ধারা ৩১(২) এর
অধীন করয্যেগ্য আমদানির উপর আগাম প্রদেয় কর;
(১০)
"আনুক্রমিকমুনাফার
লক্ষ্যে কার্যক্রমটি পরিচালিত হউক বা না হউক;
(আ)
লিজ, লাইসেন্স বা অনুরূপ উপায়ে
কোন পণ্য, সেবা বা সম্পত্তি সরবরাহ;
(ই)
কেবল একবারের জন্য পরিচালিত কোন বাণিজ্যিক কার্যক্রম বা উদ্যোগ; বা
(ঈ)
উক্ত কার্যক্রমের প্রারম্ভে বা শেষে সম্পাদিত
কোন কার্য; তবে―
(খ)
নিম্নবর্ণিত কার্যক্রম উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:―
(অ)
কর্মচারী কর্তৃক তাহার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা;
(আ)
কোম্পানীর কোন পরিচালক কর্তৃক প্রদত্ত কোন সেবা:
তবে,
যেক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার ব্যবসা পরিচালনার নিমিত্ত উক্ত পরিচালকের পদ গ্রহণ করেন,
সেইক্ষেত্রে তৎকর্তৃক প্রদত্ত সেবা অর্থনৈতিক কার্যক্রম হইবে;
(ই)
বাণিজ্যিকভাবে পরিচালিত নয় এমন কোন
বিনোদনমূলক কাজ বা শখ;
(ঈ)
বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত, সরকার কর্তৃক পরিচালিত নির্ধারিত কোন কার্যক্রম;
(৮)
"আগাম কর" অর্থ ধারা ৩১(২) এর
অধীন করয্যেগ্য আমদানির উপর আগাম প্রদেয় কর;
(১০)
"আনুক্রমিক (progressive) বা পর্যাবৃত্ত (periodic)
সরবরাহ" অর্থ―
(ক)
কোন চুক্তির অধীন আনুক্রমিক বা পর্যাবৃত্তভাবে অর্থ
পরিশোধের শর্তাধীনে প্রদত্ত কোন সরবরাহ;
(খ)
কোন লিজ, হায়ার অব লাইসেন্স (ফাইন্যান্স
লিজসহ) এর অধীন প্রদত্ত
কোন সরবরাহ; বা
(গ)
নির্মাণ বা প্রকৌশলগত কার্যক্রম,
ভবন পুনর্গঠন বা বর্ধিতকরণের কাজে
প্রত্যক্ষভাবে প্রদত্ত কোন সরবরাহ;
(১১)
"আনুষঙ্গিক পরিবহন সেবা" অর্থ জাহাজে পণ্য বোঝাইকরণ বা খালাসকরণ সংক্রান্ত
সেবা, পণ্য বাঁধা সংক্রান্ত সেবা, পণ্য পরিদর্শন সংক্রান্ত সেবা, শুল্ক দলিলাদি প্রস্তুতকরণ ও প্রক্রিয়াকরণ সংক্রান্ত
সেবা, কন্টেইনার হ্যান্ডলিং সংক্রান্ত সেবা, পণ্য গুদামজাতকরণ বা সংরক্ষণ সংক্রান্ত
সেবা ও অনুরূপ অন্য
কোন সেবা;
(১৫)
"আবাসিক ব্যক্তি" অর্থ এমন কোন ব্যক্তি, যিনি―
(ক)
স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস করেন; বা
(খ)
চলতি বর্ষপঞ্জির ১৮২ (একশত বিরাশি) দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করেন; বা
(গ)
কোন বর্ষপঞ্জির ৯০ (নব্বই) দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করেন এবং উক্ত বর্ষপঞ্জির অব্যবহিত পূর্ববর্তী চার বৎসরের মধ্যে ৩৬৫ (তিনশত পয়ষট্টি) দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করিয়া থাকেন; এবং নিম্নবর্ণিত সত্তাও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:―
(ক)
কোম্পানী, যদি উহা বাংলাদেশের বিদ্যমান আইনের অধীন নিগমিত হয় বা উহার
নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কেন্দ্রস্থল
বাংলাদেশে অবস্থিত হয়;
(খ)
ট্রাস্ট, যদি ট্রাস্টের একজন ট্রাস্টি বাংলাদেশে আবাসিক হন বা ট্রাস্টের
নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কেন্দ্রস্থল
বাংলাদেশে অবস্থিত হয়;
(গ)
ট্রাস্ট ব্যতীত কোন ব্যক্তি সংঘ, যদি উহা বাংলাদেশে গঠিত হয় বা উহার
নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কেন্দ্রস্থল
বাংলাদেশে অবস্থিত হয়;
(ঘ)
সকল সরকারি সত্তা; বা
(ঙ)
সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ;
(১৯)
"উপকরণ কর" (input tax) অর্থ আমদানিকৃত পণ্য বা সেবার করযোগ্য
সরবরাহের উপর কোন ব্যক্তি কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন করসহ যে কোন পণ্য,
সেবা বা স্থাবর সম্পত্তির
করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূল্য সংযোজন কর;
(২০)
"উৎপাদ কর" (output tax) অর্থ কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রদেয় মূল্য সংযোজন কর, যথা:―
(ক)
উক্ত ব্যক্তি কর্তৃক করযোগ্য পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি
সরবরাহ; বা
(খ)
উক্ত ব্যক্তি কর্তৃক করযোগ্য সেবা আমদানি;
(২১)
"উৎসে কর কর্তনকারী সত্তা"
অর্থ―
(ক)
কোন সরকারি সত্তা;
(খ)
এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজ সেবা
অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোন বেসরকারি প্রতিষ্ঠান;
(গ)
কোন ব্যাংক, বীমা কোম্পানী বা অনুরূপ আর্থিক
প্রতিষ্ঠান;
(ঘ)
কোন মাধ্যমিকোত্তর (post secondary) শিক্ষা প্রতিষ্ঠান;
(ঙ)
কোন পাবলিক লিমিটেড কোম্পানী; বা
(চ)
বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) এর আওতাভুক্ত প্রতিষ্ঠান;
(২৪)
"কর" অর্থ মূসক, টার্নওভার কর ও সম্পূরক
শুল্ক, এবং বকেয়া আদায়ের উদ্দেশ্যে সুদ, জরিমানা ও অর্থদ-ও
উহার অর্ন্তভুক্ত হইবে;
(২৭)
"কর নিরূপণ" অর্থ পঞ্চম অধ্যায় এর অধীন করদাতা
কর্তৃক কর নিরূপণ (assessment);
(২৮)
"কর নির্ধারণ" অর্থ একাদশ অধ্যায় এর অধীন কমিশনার
কর্তৃক কর নির্ধারণ (determination);
(২৯)
"কর ভগ্নাংশ" অর্থ নিম্নবর্ণিত সূত্র অনুযায়ী নির্ণীত অর্থের পরিমাণ, যথা:―
R/100+R যেইক্ষেত্রে, R অর্থ ধারা
১৫(৩) এ উল্লিখিত
মূসক হার;
(৩০)
"কর মেয়াদ" অর্থ―
(ক)
মূল্য সংযোজন কর এবং সম্পূরক
শুল্কের ক্ষেত্রে, খ্রিস্টীয় বর্ষপঞ্জিতে চিহ্নিত এক মাস; বা
(খ)
টার্নওভার করের ক্ষেত্রে, ত্রৈমাসিক সময়কাল, যাহা মার্চ ৩১, জুন ৩০, সেপ্টেম্বর ৩০ বা ডিসেম্বর
৩১ এ সমাপ্তি ঘটে;
(৩১)
"করযোগ্য আমদানি" অর্থ অব্যাহতিপ্রাপ্ত আমদানি ব্যতীত যেকোন আমদানি;
(৩২)
"করযোগ্য সরবরাহ" অর্থ অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত কোন সরবরাহ, যাহা―
(ক)
বাংলাদেশে;
(খ)
কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি
কর্তৃক; এবং
(গ)
কোন অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় প্রদত্ত হয়।
(৩৪)
"কর সুবিধা" অর্থ নিম্নবর্ণিত কোন সুবিধা, যথা:―
(ক)
উৎপাদ কর হ্রাসকরণ;
(খ)
পণ্য আমদানির উপর মূসক হ্রাসকরণ;
(গ)
জের টানা অতিরিক্ত অর্থের বৃদ্ধি বা করদাতার করদায়ের
পরিমাণ হ্রাসকরণ;
(ঘ)
হ্রাসকারী সমন্বয়ের প্রাপ্যতা বৃদ্ধিকরণ;
(ঙ)
বৃদ্ধিকারী সমন্বয় হ্রাসকরণ;
(চ)
কর ফেরত প্রদান;
(ছ)
উৎপাদ কর স্থগিতকরণ বা
উপকরণ কর রেয়াতের দাবি
উত্থাপন ত্বরান্বিতকরণ;
(জ)
উৎপাদ কর বা বৃদ্ধিকারী
সমন্বয় হিসাব বিলম্বিতকরণ বা উপকরণ কর
রেয়াত বা হ্রাসকারী সমন্বয়
দাবি উত্থাপন ত্বরান্বিতকরণ;
(ঝ)
মূলত ও কার্যত একটি
করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানিকে
অকরযোগ্য সরবরাহ বা আমদানিতে পরিণতকরণ;
(ঞ)
মূলত ও কার্যত কোন
আমদানি বা অর্জনের ক্ষেত্রে
উপকরণ কর রেয়াত প্রাপ্তির
অধিকার না থাকা সত্ত্বেও
রেয়াত প্রাপ্তির অধিকার সৃষ্টিকরণ; বা
(ট)
করদাতার টার্নওভার কম প্রদর্শন;
(৪২)
"টার্নওভার"
অর্থ কোন ব্যক্তি কর্তৃক কোন নির্ধারিত সময়ে বা কর মেয়াদে
তাহার অর্থনৈতিক কার্যক্রম দ্বারা প্রস্তুতকৃত, আমদানিকৃত বা ক্রয়কৃত করযোগ্য
পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা
প্রদান হইতে প্রাপ্ত বা প্রাপ্য সমুদয়
অর্থ;
(৪৮)
"তালিকাভুক্তিসীমা"
অর্থ কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি ১২ (বার) মাস সময়ে ২৪ (চব্বিশ) লক্ষ টাকার সীমা, কিন্তু নিম্নবর্ণিত মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:―
(ক)
অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য;
(খ)
মূলধনী সম্পদের বিক্রয় মূল্য;
(গ)
অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোন
অংশবিশেষের বিক্রয় মূল্য; বা
(ঘ)
অর্থনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করিবার ফলশ্রুতিতে কৃত সরবরাহের মূল্য;
(৪৯)
"দলিল" অর্থে নিম্নবর্ণিত বস্তু অন্তর্ভুক্ত হইবে, যথা:―
(ক)
কোন কাগজ বা অনুরূপ কোন
বস্তু যাহার উপর অক্ষর, সংখ্যা, প্রতীক বা চিহ্নের মাধ্যমে
কোন লেখনী প্রকাশ করা হয়; বা
(খ)
কোন ইলেক্ট্রনিক উপাত্ত, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার ফিতা, কম্পিউটার ডিস্ক বা অনুরূপ কোন
ডিভাইস (device) যাহা উপাত্ত
ধারণ করিতে পারে;
(৫২)
"নির্দিষ্ট স্থান" অর্থ বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে
অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত কোন স্থান, যথা:―
(ক)
ব্যবস্থাপনার স্থান;
(খ)
শাখা, দপ্তর, কারখানা বা ওয়ার্কশপ;
(গ)
খনি, গ্যাসকূপ, পাথর বা অনুরূপ কোন
খনিজ সম্পদ আহরণ ক্ষেত্র (quarry); বা
(ঘ)
নির্মাণ বা স্থাপনা প্রকল্পের
অবস্থান;
(৫৭)
"নিবন্ধনসীমা"
অর্থ কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি ১২ (বার) মাস সময়ে ৮০ (আশি) লক্ষ টাকার সীমা, কিন্তু নিম্নবর্ণিত মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:―
(ক)
অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য;
(খ)
মূলধনী সম্পদের বিক্রয় মূল্য;
(গ)
অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোন
অংশের বিক্রয় মূল্য; বা
(ঘ)
অর্থনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করিবার ফলশ্রুতিতে কৃত সরবরাহের মূল্য;
(৫৮)
"ন্যায্য বাজার মূল্য" অর্থ―
(ক)
পরস্পর সহযোগী নয় এরূপ ক্রেতা
এবং বিক্রেতার মধ্যে স্বাভাবিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত কোন সরবরাহের পণ;
(খ)
যদি দফা (ক) এ উল্লিখিত
ন্যায্য বাজার মূল্য পাওয়া না যায়, তাহা
হইলে ইতোপূর্বে একই পরিস্থিতিতে সমজাতীয় কোন সরবরাহের পণ;
(গ)
যদি উক্তরূপে ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করা না যায়, তাহা
হইলে পরস্পর সহযোগী নয় এমন ক্রেতা
এবং বিক্রেতার মধ্যে সাধারণ ব্যবসায় সম্পর্কের ভিত্তিতে নিরূপিত পণের নৈর্ব্যক্তিক গড়ের ভিত্তিতে বোর্ড কর্তৃক নির্ধারিত মূল্য;
(৫৯)
"পণ" অর্থ কোন সরবরাহের ফলশ্রুতিস্বরূপ বা সরবরাহের প্রণোদনায়
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত
বা প্রদেয় অর্থ বা নগদ অর্থের
পরিবর্তে প্রদত্ত বা প্রদেয় দ্রব্যের
ন্যায্য বাজার মূল্য,―
এবং
নিম্নবর্ণিত বিষয়ের অর্থও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:―
(ক)
এই আইন বা অন্য কোন
আইনের অধীন আরোপিত কর, যাহা―
(অ)
সরবরাহের উপর বা সরবরাহের কারণে
সরবরাহকারী কর্তৃক প্রদেয় হয়; বা
(আ)
গ্রহীতার নিকট হইতে প্রাপ্ত মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত বা উহার সহিত
সংযোজিত হয়;
(খ)
সার্ভিস চার্জ হিসাবে উল্লিখিত কোন অর্থ; বা
(গ)
হায়ার পারচেজ বা ফাইন্যান্স লিজ
চুক্তির অধীন পণ্য সরবরাহের পণের মধ্যে ফাইন্যান্স লিজ বা হায়ার পারচেজের
অধীন ঋণ প্রদান সম্পর্কিত
প্রদেয় যেকোন অর্থ অন্তর্ভুক্ত থাকিবে;
কিন্তু
সরবরাহের সময় যে মূল্যছাড় দেওয়া
হয় তাহা উহার অন্তর্ভুক্ত হইবে না;
(৬২)
"প্রচছন্ন রপ্তানি" অর্থে নিম্নবর্ণিত এক বা একাধিক
সরবরাহ অন্তর্ভুক্ত হইবে, যথা:―
(ক)
বাংলাদেশের বাহিরে ভোগের জন্য অভিপ্রেত কোন পণ্য বা সেবার উপকরণ
নির্ধারিত পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে সরবরাহ;
(খ)
কোন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে কোন পণ্য বা সেবার সরবরাহ;
বা
(গ)
স্থানীয় ঋণপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে কোন পণ্য বা সেবার সরবরাহ;
(৬৩)
"প্রতিনিধি"
অর্থ―
(ক)
অক্ষম ব্যক্তির ক্ষেত্রে, অভিভাবক বা তৎকর্তৃক নিযুক্ত
ব্যবস্থাপক;
(খ)
কোম্পানীর ক্ষেত্রে, অবসায়নাধীন কোম্পানী ব্যতিরেকে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা;
(গ)
অংশীদারি কারবারের ক্ষেত্রে, উহার কোন অংশীদার;
(ঘ)
ট্রাস্টের ক্ষেত্রে, উক্ত ট্রাস্টের ট্রাস্টি বা নির্বাহক বা
প্রশাসক;
(ঙ)
ব্যক্তি সংঘের ক্ষেত্রে, উহার চেয়ারম্যান, সম্পাদক বা কোষাধ্যক্ষ;
(চ)
সরকারি সত্তার ক্ষেত্রে, উহার মুখ্য নির্বাহী কর্মকর্তা;
(ছ)
বৈদেশিক সরকারের ক্ষেত্রে, উক্ত বৈদেশিক সরকার কর্তৃক নিযুক্ত কোন কর্মকতা;
(জ)
অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে, তৎকর্তৃক নিযুক্ত মূসক এজেন্ট; বা
(ঝ)
নির্ধারিত অন্য কোন প্রতিনিধি;
(৬৪)
"প্রদেয় নীট কর" অর্থ কোন কর মেয়াদে ধারা
৪৫ এর অধীন নিরূপিত
সমুদয় উৎপাদ কর, বৃদ্ধিকারী সমন্বয় এবং উপকরণ কর রেয়াত এবং
হ্রাসকারী সমন্বয় সাধন করিবার পর উক্ত কর
মেয়াদে যে পরিমাণ মূসক,
সম্পূরক শুল্ক বা টার্নওভার কর
প্রদেয় হয়;
(৭১)
"বৃদ্ধিকারী সমন্বয়" অর্থ নিম্নবর্ণিত কোন বৃদ্ধিকারী সমন্বয়, যথা:―
(ক)
উৎসে কর্তিত করের বৃদ্ধিকারী সমন্বয়;
(খ)
বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়;
(গ)
ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করিবার ফলে
বৃদ্ধিকারী সমন্বয়;
(ঘ)
ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত (private use) পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়;
(ঙ)
নিবন্ধিত হওয়ার পর বৃদ্ধিকারী সমন্বয়;
(চ)
নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়;
(ছ)
মূসক হার পরিবর্তিত হওয়ার কারণে বৃদ্ধিকারী সমন্বয়;
(জ)
সুদ, জরিমানা, অর্থদ-, ফি ইত্যাদি পরিশোধ
সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয়; বা
(ঝ)
নির্ধারিত অন্য কোন বৃদ্ধিকারী সমন্বয়;
(৭৪)
"ব্যক্তি" অর্থ স্বাভাবিক কোন ব্যক্তি, এবং নিম্নবর্ণিত সত্তাও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:―
(ক)
কোন কোম্পানী;
(খ)
কোন ব্যক্তি সংঘ;
(গ)
কোন সরকারি সত্তা;
(ঘ)
কোন বৈদেশিক সরকার বা তৎকর্তৃক নির্ধারিত
কোন বিভাগ বা নিযুক্ত কোন
কর্মকর্তা;
(ঙ)
কোন আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক সংগঠন;
বা
(চ)
সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ বা অনুরূপ কোন
উদ্যোগ;
(৭৮)
"মূল্য" অর্থ―
(ক)
ধারা ২৮ এ উল্লিখিত
আমদানি মূল্য; বা
(খ)
ধারা ৩২ এ উল্লিখিত
সরবরাহ মূল্য;
(৮২)
"রপ্তানি" অর্থ বাংলাদেশের অভ্যন্তর হইতে বাংলাদেশের ভৌগোলিক সীমার বাহিরে কোন পণ্য সরবরাহ এবং প্রচ্ছন্ন রপ্তানিও উহার অন্তর্ভুক্ত হইবে;
(৮৭)
"সমন্বয় ঘটনা" অর্থ নিম্নবর্ণিত কোন ঘটনা, যথা:―
(ক)
কোন সরবরাহ বাতিলকরণ;
(খ)
কোন সরবরাহের পণ পরিবর্তন;
(গ)
সরবরাহকৃত পণ্য সম্পূর্ণ বা উহার অংশবিশেষ
সরবরাহকারীর নিকট ফেরত প্রদান;
(ঘ)
সরবরাহের প্রকৃতি পরিবর্তনের কারণে কোন সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট
সরবরাহে পরিণত হওয়া; বা
(ঙ)
নির্ধারিত অন্য কোন ঘটনা;
(৯৪)
"সরবরাহ" অর্থ যেকোন সরবরাহ এবং নিম্নবর্ণিত বিষয়সমূহও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:―
(ক)
পণ্য সরবরাহ;
(খ)
স্থাবর সম্পত্তি সরবরাহ;
(গ)
সেবা সরবরাহ; বা
(ঘ)
দফা (ক), (খ) এবং (গ)-তে বর্ণিত সরবরাহের
সমাহার
(৯৬)
"সরবরাহের সময়" অর্থ―
(ক)
পণ্য সরবরাহের ক্ষেত্রে, যেসময়ে পণ্যের দখল অর্পণ বা অপসারণ করা
হয়;
(খ)
সেবা সরবরাহের ক্ষেত্রে, যেসময়ে সেবা প্রদান, সৃষ্টি, হস্তান্তর বা স্বত্ব অর্পণ
করা হয়; বা
(গ)
স্থাবর সম্পত্তি সরবরাহের ক্ষেত্রে, যেসময়ে সম্পত্তি অর্পণ, সৃষ্টি, হস্তান্তর বা স্বত্ব প্রদান
করা হয় সেই সময়;
(১০৩)
"হ্রাসকারী সমন্বয়" অর্থ নিম্নবর্ণিত কোন হ্রাসকারী সমন্বয়, যথা:―
(ক)
আগাম কর হিসাবে পরিশোধিত
অর্থের হ্রাসকারী সমন্বয়;
(খ)
টেলিযোগাযোগ পণ্য বা সেবা সরবরাহকারীকে
প্রদত্ত হ্রাসকারী সমন্বয়;
(গ)
উৎসে কর্তিত করের হ্রাসকারী সমন্বয়;
(ঘ)
বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয়;
(ঙ)
নিবন্ধিত হওয়ার পর হ্রাসকারী সমন্বয়;
(চ)
পুনঃবিক্রয়ের নিমিত্ত ক্রয়কৃত সেকেন্ড-হ্যান্ড পণ্যের ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;
(ছ)
বীমাপত্রের অধীন বীমা কোম্পানী কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;
(জ)
লটারী, লাকী ড্র, র্যাফেল বা
অনুরূপ উদ্যোগের নিমিত্ত প্রদত্ত অর্থনৈতিক পুরস্কারের ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;
(ঝ)
মূসক হার হ্রাস পাওয়ার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;
(ঞ)
সম্পূরক শুল্ক ফেরত প্রদান সংক্রান্ত হ্রাসকারী সমন্বয়;
(ট)
পূর্ববর্তী কর মেয়াদ হইতে
নেতিবাচক অর্থের পরিমাণ জের টানার নিমিত্ত হ্রাসকারী সমন্বয়;
(ঠ)
পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত
পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়; বা
(ড)
নির্ধারিত অন্য কোন হ্রাসকারী সমন্বয়।
বিধিমালার
আওতায় সংজ্ঞাসমূহ
(ঞ)
"বিনিময় পদ্ধতির সরবরাহ (supply under barter process)"
অর্থ এমন কোনো সরবরাহ যাহা পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তিদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত হয়;
(ঢ)
"ব্যাংক হিসাব" অর্থ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি
কর্তৃক যেকোনো ব্যাংকের সহিত পরিচালিত হিসাব যাহা কমিশনারকে অবহিত করা হইয়াছে এবং উহা কমিশনার কর্তৃক মূসক কম্পিউটার সিস্টেমে ধারণ করা হইয়াছে;
You Can Read Also: NBR eLearning Basic Principles of VAT Course Lesson-1