রংপুর সুগার মিলস্ লিমিটেড


গোবিন্দগঞ্জে কৃষিভিত্তিক মিল কারখানা গড়ে না উঠলেও এখানকার মাটি জলবায়ু আখঁ চাষের উপযোগী।এ লক্ষ্যে ৩৫ একর জমি নিয়ে ১৯৫৪ সালে কাজ শুরু করে মহিমাগঞ্জ রংপুর সুগার মিলস্ লিমিটেড নামে একটি চিনিকল স্থাপনার কাজ সমাপ্ত হয় ১৯৫৭ সালে।১৯৫৭-১৯৫৮ মৌসুম হতেই চিনি উৎপাদন শুরু হয়।চিনিকলটির দৈনিক মাড়াই ক্ষমতা ১৫০০ মেঃ টন।চিনিকলের আওতায় খামারের জমির পরিমান ১৯৮২.২০ একর।মিল এলাকায় আখঁ চাষ উপযোগী জমির পরিমান ৩৯,০০০ একর। আখঁ সাব জোনের সংখ্যা ৮টি এবং ৪২ টি ক্রয় কেন্দ্র রয়েছে।

কিভাবে যাওয়া যায়:
গোবিন্দগঞ্জ উপজেলা হতে অটো বা সিএজি যোগে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post