লাহিড়ীরহাট বধ্যভূমি


১৯৭১ সালের ৭ মে রংপুর জেলার সদর উপজেলাধীন সাবেক সাতগাড়া ইউনিয়নের নেকারপারা,মনোহরপুর ও বড়বাড়ি এলাকার বিভিন্ন মসজিদের সামন থেকে আরবী ১২ই রবিউল আউয়াল উপলক্ষ্যে যখন বিভিন্ন ধর্মপ্রান মুসলমান ধর্মাবলম্বীরা সিন্নি পাক করতেছিল ঠিক সেই সময় পাক হানাদার বাহিনির সৈন্যরা ৩২ জন লোককে ধরে নিয়ে এসে লাহিড়ীর হাটের ঐতিহাসিক পুকুর যেটি নীলকর সাহেবরা খনন করেছিলেন তারই দক্ষিন-পশ্চিম তীরে লাইন করে দাঁড় করিয়ে বিকাল আনুমানিক ৩.০০ ঘটিকার সময় বর্বরোচিতভাবে হত্যা করেন। তারপর থেকে প্রায় প্রতিরাতেই রংপুর ক্যান্টনমেন্টের খান সেনারা রংপুর জেলার বিভিন্ন জায়গা থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ মুক্তিকামী বাঙ্গালীদেরকে ধরে নিয়ে এসে ১৪/১২/১৯৭১খ্রিঃ পর্যন্ত ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই জায়গাটিই এখন লাহিড়ীহাট বধ্যভূমি নামে পরিচিত। এখানে যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এলাকার মুক্তিকামী ছাত্ররা ১৯৭২ সালে একটি স্মৃতি সৌধ নির্মাণ করেছিলেন।

কিভাবে যাওয়া যায়:
রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সোজা পশ্চিমদিকে আনুমানিক ৯.০০ কিলোমিটার দূরে  রংপুর জেলার সদর উপজেলাধীন চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর মৌজার লাহিড়ীহাট নামক স্থানে অবস্থিত। রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পার্বতীপুরগামী রাস্তা দিয়ে বাসে বা রিক্সা/ভ্যানে করে সোজা পশিম দিকে  আনুমানিক ৯.০০ কিঃ মিঃ দূরে লাহিড়ীহাট নামক স্থানে আসতে হবে।

Post a Comment

Previous Post Next Post