দক্ষিন মমিনপুর জহুরিয়া বুড়া মসজিদ


আনুমানিক শত বছর পূর্বে এই মসজিদ স্থাপিত হয়। এলাকাবাসীর কাছে মসজিদটি বিশাদুর মসজিদ নামে পরিচিত। লোকমুখে জানা যায় মসজিদ নির্মাণের সময় ১৩ জন শ্রমিক কাজ করে খানা খাওয়ার সময় ১২ জন খায়। বর্তমানে পূর্বের  মসজিদের ধসে যাওয়ায় নতুন ভাবে চারতলা ভিত্তি দিয়ে জনগণের সাহায্যে মসজিদটির নির্মাণ কাজ চলিতেছে। মসজিদটিতে বিভিন্ন এলকার লোকজন মান্নত করে। প্রতি শুক্রবার দূর দুরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ এসে নামাজ আদায় করে।

কিভাবে যাওয়া যায়:
রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সোজা পশ্চিম দিকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে রংপু্র জেলার সদর উপজেলাধীন  ০১ নং মমিনপুর ইউনিয়নের  দক্ষিন মমিনপুর মৌজায় মিলের পাড় নাম স্থানে মসজিদটি অবস্থিত। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বদরগঞ্জ গামী রাস্তা দিয়ে বাসে, রিকশা ভ্যানে করে সোজা পশ্চিম দিকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে মিলেরপাড় নাম স্থানে আসতে হবে।

Post a Comment

Previous Post Next Post