ধুম নদী


ধুম নদী একটি বৃহৎ গোলাকার বিল। এর উত্তর দিকে তিস্তা উহার শাখা মানাস নদীর সংগে সংযুক্ত ছিল। দক্ষিণ পূর্বে ধুমের আগা স্থানে ইহা পূণরায় মানাস নদীর আরেকটি শাখার সংগে যুক্ত। যা কুটির ঘাট হয়ে সুবাঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। এই ধুমের কুটিতে ছিল ভবানী পাঠক দেবী চৌধুরানীর গোপন আস্তানা। এখান থেকে তারা লর্ড ক্লাইভের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত বিতারিত করে।

Post a Comment

Previous Post Next Post