গোপালগঞ্জ
সদর উপজেলা সংলগ্ন দীঘিতে ১৯৫৮ সালে একটি ঘাটলা নির্মাণ করা হয়। তদানিন্তন সার্কেল অফিসার (সি, ও, ডেভঃ) জনাব
এস এম এ কাশেম
বৃহত্তর ফরিদপুর জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নগদ ৩,০০০/- টাকা
পুরস্কার পান এবং ঘাটলা নির্মাণের জন্য তিনি পুস্কারের অর্থ দান করেন। উক্ত দানের অর্থ দিয়ে তার স্মৃতি রক্ষার্থে দীঘি সংস্কার কমিটি অনন্যা চন্দ্রা নাম সূচক সুদৃশ্য ঘাটলা নির্মাণ করেন। ঘাটলার বাদিকে গোপালগঞ্জ সার্কিট হাউজ এবং ডানদিকে বেদনা বিধুর ’৭১ এর বধ্যভুমি
অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিকতায় পরিপূর্ণ এর চারপাশ।
কিভাবে যাওয়া
যায়:
উপজেলা
পরিষদ, গোপালগঞ্জ সদর।