খান চৌধুরী মসজিদ


এই মসজিদ ১২২৮ হিজরীতে তৎকালীন জমিদার বকশা সর্দার নির্মান করেন। মসজিদটির মূল স্থাপনা . শতাংশ জমির উপর নির্মিত  এবং বর্ধিত অংশ সহ মোট জমির পরিমান ৪০ শতাংশ। মসজিদটি গম্বুজ বিশিষ্ট এবং সামনে গেটে ১টি ছোট গম্বুজ রয়েছে। বর্ধিত অংশ সহ মসজিদটিতে ৩৫০ জন মুসল্লী এক সাথে নামাজ আদায় করতে পারে।

কিভাবে যাওয়া যায়:
রংপুর সদর উপজেলা থেকে অটো রিক্সা ভ্যান যোগে রংপুর দর্শনা মোড় হয়ে ১০ কিমি পশ্চিম দিকে সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া কেরানীপাড়া নামক স্থানে আসতে হবে।

Post a Comment

Previous Post Next Post