জগদল
রাজবাড়ি - ঠাকুরগাঁও জেলা
রানীশংকৈল
উপজেলার নেকমরদ থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে জগদল নামক স্থানে নাগর ও তীরনই নদীর
মিলনস্থলে ছোট একটি রাজবাড়ি রয়েছে। রাজবাড়িটির
সম্ভাব্য নির্মাণকাল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ। বর্তমানে
রাজবাড়িটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।
রাজবাড়ি থেকে প্রায় একশ মিটার পশ্চিমে নাগর নদীর পাড়ে মন্দির ছিল যা আজ সম্পূর্ণ ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। জগদলের
রাজকুমার ছিলেন শ্রী বীরেন্দ্র কুমার। তাঁর
সঙ্গে বাকীপুরের জমিদার রায় পূর্ণেন্দু নারায়ণ সিংহের পুত্র শ্রী নলিনী রঞ্জনের কনিষ্ঠা কন্যা শ্রীমতি আশালতা দেবীর বিয়ে হয়। শ্রী
বীরেন্দ্র কুমার সুশিক্ষিত ছিলেন। বইয়ের
প্রতি ছিল তাঁর প্রবল অনুরাগ। এ
কারণে তিনি গড়ে তুলেছিলেন সমৃদ্ধ পাঠাগার । তৎকালীন
সুরেন্দ্রনাথ কলেজ - বর্তমান দিনাজপুর সরকারি কলেজে ১৯৪৮ সালে তাঁর পাঠাগারের বইগুলো দান করা হয়, যার মূল্যমান ধরা হয় পঞ্চাশ হাজার টাকা।
কিভাবে
যাওয়া যায়:
রানীশংকৈল
উপজেলার নেকমরদ থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে জগদল নামক স্থানে অবস্থিত। ইজিবাইকে
বা ভ্যানে যাওয়া যায়।