দয়াময়ী মন্দির


জামালপুর শহরের পয়েন্টে দয়াময়ী মন্দির অবস্থিত। মন্দিরটি অতি প্রাচীণ। এখানে প্রাচীন সভ্যতা আধুনিক স্থাপত্যের কারুকার্যের সংমিশ্রণে এর নির্মাণ কাজ করা হয়। এখানে হিন্দু সম্প্রদায়ের লোক জন প্রতিদিনই বিভিন্ন পুজা অর্চণা করে থাকে। এবং প্রতি বছর অস্টমী মেলার সময় বিভিন্ন দেবতার নামে মান্নত করা হয়। মন্দিরটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য ভক্ত অনুরাগীরা দর্শনাথীগণ এখানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন।

কিভাবে যাওয়া যায়:
জামালপুর শহরের পয়েন্টে দয়াময়ী মন্দির অবস্থিত। জামালপুর রেলওয়ে স্টেশন থেকে রিক্সা বা ইজিবাইকে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post