মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর


১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় অসংখ্য নারী পুরুষ এবং শিশু-বাচ্চাসহ জীবন বাচাঁনোর লক্ষ্যে ১ম জুড়াবান্ধার বিলটি পাড়ী দিয়ে পাক বাহিনীর কবল হতে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাওয়ার সময় প্রায় ১০০০ (এক হাজার) জীবন বদ্ধভূমি নামে স্থানে একযোগে শহীদ হয়। যার নাম হয় বদ্ধভূমি।পূর্বের নাম ছিল জুড়াবান্দা বিল। বর্তমানে শহীদদের স্মৃতিচারণের জন্য যার মৌজা বল্লভবিষু, জে, এল নং-২৪, খতিয়ান নং-৪৬, দাগ নং- ১০৬, জমি- শতাংশ। জমির উপরে ২০১৮ সালে ৩০ অক্টোবর স্মৃতি ফলক স্থাপিত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এমপি, রংপুর-, জনাব টিপু মুনসী মহোদয়। যার কাজ চলমান। মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরটিতে  স্বাধীনতা পরবর্তী প্রতি বছর ২৫ মার্চ সন্ধায় বাতি জালিয়ে শোক নিরবতা পালন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Post a Comment

Previous Post Next Post