মীরের বাগানের ঐতিহাসিক শাহসুলতান গাজীর মসজিদ


বর্তমান গাইবান্ধা জেলার দাড়িয়াপুরে অবস্থিত প্রাচীনতম মসজিদ। মসজিদ গাত্রের শিলা লিপি থেকে পাওয়া তথ্য মতে ১৩০৮ইং সালে সৈয়দ ওয়াজেদ আলী নামক এক ধর্মীয় ব্যক্তিত্ব  মসজিদ আবিষ্কার করে সংস্কার করেন।  পরবর্তীতে শাহ্ সুলতান নামক এক ধর্মযোদ্ধার নাম এর সাথে জড়িয়ে যায় তাঁর নামেই মসজিদ পরিচিতি পায়। এছাড়াও এই মসজিদের পাশেই শাহ্ সুলতান গাজীর মাজার অবস্থিত।  বর্তমানে প্রতি বৈশাখ মাসে এখানে মেলা বসে।

কিভাবে যাওয়া যায়:
গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড হতে অটোরিক্সা, রিক্সা অথবা সি.এন.জি. যোগে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post