Cheradweep, St. Martin, Technoph ছেঁড়াদ্বীপ, সেন্টমার্টিন, টেকনাফ


 Cheradweep, St. Martin, Technoph ছেঁড়াদ্বীপ, সেন্টমার্টিন, টেকনাফ


সেন্টমার্টিন থেকে কয়েক কিলো দূরে দ্বীপের অবস্থান। এটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি ভূখন্ড। জোয়ারের সময় সেন্টমার্টিন হতে ছেঁড়াদ্বীপটি বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বীপকে স্থানীয়রা দিয়া দ্বীপ অর্থাৎ ছেঁড়াদিয়া দ্বীপ বলে সম্বোধন করে থাকেন। দ্বীপে মানুষ বসবাস করেন না। তবে জেলেরা দিনের বেলা মৎস্য আহরণ করে রাতে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করেন। ছেঁড়াদিয়ার স্বচ্ছ জলের অনেক গভীরে অবস্থানরত নানা প্রজাতি ভিন্ন আকৃতির প্রবাল সামুদ্রিক শৈবাল অতিসহজে স্বচক্ষে প্রত্যক্ষ করে শরীর আনমনে পুলকিত হবে মন আনন্দে অজান্তে ঢোলা দেবে।

কিভাবে যাওয়া যায়:
নৌ পথে

Post a Comment

Previous Post Next Post