সংক্ষিপ্ত বিবরণ
: মেহেরপুর পৌরসভার নিজস্ব জমিতে ৫৮,০০,০০০/- টাকা
ব্যয়ে একটি সুদৃশ্য ঈদগাহ নির্মাণ করছে। ঈদগাহ প্রাঙ্গণে পানির ফোয়ারা ও সুশোভিত
ফুলের বাগান এক মনোরোম দৃশ্যের অবতারণা করেছে। নানা রঙের আলোকসজ্জার মাধ্যমে পানির
ফোয়ারাকে এক অপরূপ রূপ দান করা হয়েছে। মেহেরপুরের প্রধান ঈদের জামাত এ ঈদগাহে
অনুষ্ঠিত হয়। সৌন্দর্য্যের দিক বিবেচনায় মেহেরপুর পৌর ঈদগাহ একটি আকর্ষীণ পর্যটন
স্পট।
আবাসন ব্যবস্থা :
মেহেরপুর জেলা সদরে সার্কিট হাউজ, পৌর হল, ফিনটাওয়ার আবাসিক হোটেল, মিতা আবাসিক হোটেল, কামাল আবাসিক হোটেলে আবাসন ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া
যায়:
মেহেরপুর জেলা
সদরে এটি অবস্থিত। মেহেরপুর বাসটার্মিনাল থেকে রিক্সা/ভানে পৌছানো যায়।