সংক্ষিপ্ত বিবরণ
: মেহেরপুর জেলার প্রত্ন নিদর্শনগুলোর অন্যমত সদর থানার ভবানন্দপুর গ্রামে অবস্থিত
এই প্রাচীন মন্দিরটি। মন্দিরটির স্থাপত্য শৈলী দেখে অনেকে এটিকে বৌদ্ধ মন্দির
হিসেবে অনুমান করে থাকেন। কিন্তু এটি হিন্দু মন্দির।
আবাসন ব্যবস্থা :
মেহেরপুর জেলা সদরে সার্কিট হাউজ, পৌর হল, ফিনটাওয়ার আবাসিক হোটেল,মিতা আবাসিক হোটেল, কামাল আবাসিক হোটেলে আবাসন ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া
যায়:
মেহেরপুর জেলা
সদর থেকে সড়ক পথে দুরত্ব ১০ কি: মি:। স্থানীয় যান টেম্পু/লছিমন/করিমন এর
সাহায্যে ২০ মি: সময়ে ভবানন্দপুর পৌঁছানো যায়।